প্রীতম দেঃ ফের ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি। ১৬তারিখ সন্ধের মধ্যেই তা ঘনীভূত হওয়ার সম্ভাবনা। অন্তত এমনটাই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। ঘূর্ণিঝড়ের গতিমুখ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল।
2/4
অন্য একটি সূত্র বলছে, আগামী ১৬ই মে আন্দামানে প্রবেশ করতে পারে বর্ষা। আর ঠিক সেই সময়েই এই ঘূর্ণিঝড় ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।
photos
TRENDING NOW
3/4
কিছুদিন আগেও একটি ঘূর্ণিঝড়ের সম্ভবনা ছিল। কিন্তু তা ততটাও ঘনীভূত হতে পারে নি। তার অভিমুখ হতো মায়ানমারের দিকে। কিন্তু এবার আশঙ্কার কথা যে ঘূর্ণিঝড়টি ঘনীভূত হলে তার গতিমুখ বাংলার দিকে হতে পারে।
4/4
পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সন্নিহিত সুন্দরবন উপকূলের কোথাও তা আছড়ে পড়তে পারে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের প্রস্তুতি পর্ব ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এটিই ঘনীভূত হতে হতে শেষমেশ ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে মনে করা হচ্ছে।