ক্রমশ শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় কিয়ার, টানা বৃষ্টি শুরু দক্ষিণ গুজরাটের বড় অংশে

| Oct 27, 2019, 11:13 AM IST
1/5

S 5

S 5

ক্রমশ ভয়ঙ্কর আকার ধারণ করছে ঘূর্ণঝড় কিয়ার। আবহাওয়া দফতরের পূর্বভাস অনুয়ায়ী কিয়ার-এর প্রভাবে উত্তাল হতে পারে পূর্ব ও মধ্য আরব সাগর।

2/5

S 4

S 4

ইতিমধ্যেই ঝড়ের প্রভাবে বৃষ্টি শুরু হয়েছে সৌরাষ্ট্র ও দক্ষিণ গুজরাটে। রাজ্যের পশ্চিম উপকূলে ঝড়ের গতি ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে আশার কথা হল ঘূর্ণিঝড়টি আগামী ৫ দিনের মধ্যে ওমানের দিকে ঘুরে যেতে পারে।

3/5

S 3

S 3

কিয়ারের প্রভাবে টানা বৃষ্টি হতে পারে গুজরাটের একটি বড় অংশে। এর মধ্যে রয়েছে ডাং, তাপি, সুরাট, ভারুচ, বালসাদ, নবসারি। এছাড়াও দাদরা নগর হাভেলি, উপকূলবর্তি কর্ণাটক, মহারাষ্ট্র ও গোয়ায় টানা বৃষ্টি হতে পারে।

4/5

S 2

S 2

ইতিমধ্যেই উত্তাল হতে শুরু করেছে মুম্বই উপকূল। বৈষ্ণোদেবী মাতা নামে একটি মাছ ধরার বোট থেকে ১৭ মত্সজীবীকে উদ্ধার করেছে নৌবাহিনী।

5/5

s 1

s 1

আগাম সতর্কতা হিসেবে, ইতিমধ্যেই তৈরি উপকূলরক্ষী বাহিনী। মোট ১০টি জাহাজ মোতায়েন করেছে কোস্টগার্ড। নজরদারির কাজে লাগানো হয়েছে ২টি ডোনিয়ার বিমান ও ১টি হেলিকপ্টার।