ঘূর্ণিঝড় Burevi-র মোকাবিলায় তামিলনাড়ুর ৯ জেলা ও গোটা দক্ষিণ কেরলে জারি হাই অ্যালার্ট

Dec 02, 2020, 16:29 PM IST
1/5

বর্তমানে গতি ঘণ্টায় ১৮ কিলোমিটার। আগামী ১২ ঘণ্টায় শক্তি বাড়িয়ে তামিলনাড়ু ও কেরল উপকূলে আঘাত হানতে পারে সাইক্লোন বুরেভি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড়টি বৃহস্পতিবার রাত কিংবা শুক্রবার ভোর নাগাদ আঘাত হানতে পারে কন্যাকুমারী ও পানবনের মধ্যবর্তি এলাকায়। এর ফলে প্রবল ঝড় ও বৃষ্টি হতে পারে।

2/5

ঝড়ের আশঙ্কায় ইতিমধ্যেই তামিলনাড়ুর ৯ জেলাকে সতর্ক করা হয়েছে। ওইসব জেলার নীচু এলাকায় যেসব মানুষ বসবাস করেন তাদের অন্যত্র সরানোর ব্যবস্থা করতে জেলা প্রশাসনকে বলেছে রাজ্য সরকার।

3/5

বুধবার সকালে আবহাওয়া দফতর থেকে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি রয়েছে শ্রীলঙ্কার ত্রিঙ্কোমালি থেকে ২০০ কিলোমিটার পূর্বে ও পামবন থেকে ৪২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।  

4/5

এদিকে, ঘূর্ণিঝড়ের কথা মাথায় রেখে গোটা দক্ষিণ কেরলে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। রাজ্য সরকার থিরুঅনন্তপুরম জেলার ৪৮ গ্রামে বিশেষ সতর্কতা জারি করেছে পিনারাই বিজয়ন সরকার।

5/5

থিরুঅনন্তপুরমের ক্ষয়ক্ষতির কথা মাথায় রেখে সেখানে ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে NDRF এর বেশ কয়েকটি টিম।  NDRF টিম মোতায়েন করা হয়েছে কন্যাকুমারীতেও।