রেল, স্থল, জল সব পথ আজ মিলেছে ব্রিগেডে

Jan 19, 2019, 11:57 AM IST
1/7

কাতারে কাতারে লোক আসছে ব্রিগেডে যোগ দিতে। জনারণ্য শিয়ালদা স্টেশন চত্বর। সকাল থেকেই দ্বিতীয় হুগলি সেতুতেও গাড়ির লাইন।

2/7

হাওড়ার দিক থেকে যাঁরা ব্রিগেডে আসছেন, তাদের অন্যতম ভরসা জলপথ। পরিবহন দফতরের তরফে বাড়তি ভেসেলের ব্যবস্থা করা হয়েছে। জেট স্কি আর বিশেষ ইয়াট নিয়ে নজরদারি চালাচ্ছে রিভার ট্রাফিক পুলিস।

3/7

৫০ লাখের ভিড় সামলাতে তত্পর পুলিস।

4/7

ব্রিগেডে আগত কর্মী, সমর্থকদের জন্য কলকাতা হাইকোর্টের হেরিটেজ বিল্ডিংয়ের সামনে চলছে রান্নাবান্না।

5/7

জেলার আইনজীবীরা এখানেই খাওয়াদাওয়া সারবেন। তারপর মিছিল করে ব্রিগেডে যাবেন।

6/7

জনারণ্য ব্রিগেড। শুধুই কালো মাথার সারি।

7/7

দূর দূরান্ত থেকে মানুষ আসছেন। যাঁরা ব্রিগেড ১২টার মধ্যে ব্রিগেডে পৌঁছতে পারবেন না, তাঁদের জন্য বিভিন্ন পয়েন্টে জায়ান্ট স্ক্রিনে বক্তৃতা শোনার সুবন্দোবস্ত থাকছে।