২০২২ সালে এশিয়ান গেমসে ফিরছে ক্রিকেট!

| Mar 04, 2019, 15:02 PM IST
1/4

1

২০১০ এবং ২০১৪ সালে পর পর ২টি এশিয়ান গেমসে ক্রিকেট খেলা হলেও ২০১৮ সালে এশিয়ান গেমস ক্রিকেটকে সরিয়ে নেওয়া হয়৷ ২০২২ সালে হ্যাংঝৌতে ফের এশিয়ান গেমসে ফিরছে ক্রিকেট।

2/4

2

রবিবার এশিয়ান অলিম্পিক সংস্থার জেনারেল অ্যাসেম্বলির পর হ্যাংঝৌতে ক্রিকেট ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়৷ অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার সহ সভাপতি রণধীর সিং এশিয়ান গেমসে ক্রিকেট পুনরায় অন্তর্ভূক্ত করার কথা জানান৷  

3/4

3

আগের দুই বারের মতো ২০২২ সালেও সম্ভবত টি-টোয়েন্টি ফরম্যাটে হবে এশিয়ান গেমস ক্রিকেট৷

4/4

4

২০১০ সালে গুয়াংঝৌ ও ২০১৪ সালে ইঞ্চিয়ন এশিয়ান গেমসে ক্রিকেট থাকলেও ঠাসা ক্রীড়াসূচির কারণে বিসিসিআই ক্রিকেট দল পাঠায়নি৷ ২০২২ সালে এশিয়ান গেমসে ভারতীয় ক্রিকেট বোর্ড দল পাঠায় কিনা সেটাই দেখার৷