অপেক্ষার অবসান... ফিরল চেনা ছবি; ইংল্যান্ডে ক্রিকেট মাঠে দর্শক

Jul 27, 2020, 20:23 PM IST
1/5

সব কিছু ওলটপালট করে দিয়েছে করোনাভাইরাস। কোনওকিছুই আর আগের মতো নেই। ভিড় বা জমায়েত করে কোথাও কিছু করা যাবে না। এটাই এখন নতুন নিয়ম। তাই স্টেডিয়ামের গ্যালারি ফাঁকা।

2/5

দীর্ঘদিন পর আবার ক্রিকেট ফিরেছে মাঠে। কিন্তু দর্শকদের গ্যালারিতে ফিরতে দেওয়া হচ্ছে না। ফলে দর্শকশূন্য স্টেডিয়ামে হচ্ছে ম্যাচ। ফাঁকা মাঠে খেলতে নেমে ক্রিকেটারদেরও মন খারাপ।  

3/5

ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ দিয়েই চার মাস পর লকডাউনের পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে বাইশ গজে। ইতিমধ্যে পাকিস্তান দল সিরিজ খেলতে হাজির হয়েছে ইংল্যান্ডে। জানা যাচ্ছে, ইংল্যান্ডের সরকার আবার ভরা গ্যালারিতে ম্যাচ আয়োজনের কথা ভাবছে।

4/5

এবার দর্শক ফেরানো হল মাঠে। যদিও ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচে নয়... লন্ডনের ঐতিহ্যবাহী স্টেডিয়াম ওভালে সারে এবং মিডলসেক্সের মধ্যে প্রীতি ম্যাচ উপভোগ করলেন দর্শকরা।

5/5

 দু দিনের ম্যাচের প্রথম দিনে এক হাজার দর্শককে মাঠে ঢোকার অনুমতি দেওয়া হয়। দুটি স্ট্যান্ডে দর্শকদের বসার অনুমতি দেওয়া হয়েছিল। সেখানেও ছিল নিয়ম.. এক সারিতে দুটি করে আসনের ব্যবধান।