CPI(M): যাদবপুরে মার্ক্সীয় সাহিত্যের বুকস্টলে তিন দিনে বিক্রি ১ লক্ষ টাকার বই
স্টল শুরু হওয়ার তিন দিনের মধ্যেই ১ লক্ষ্য টাকার বই বিক্রি হয়েছে স্টল থেকে।
প্রতি বছরের মতোই এই বছরও যাদবপুর ৮বি বাসস্ট্যান্ডের কাছে শুরু হয়েছে CPI(M) মার্ক্সীয় সাহিত্যের স্টল। ৯ তারিখ উদ্বোধন হয় এই স্টল। অসংখ্য পার্টি কর্মীর সঙ্গেই উপস্থিত ছিলেন কমলেশ্বর মুখোপাধ্যায়, দেবদূত ঘোষ, বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং রবিন দেব। পার্টির নেতারা ছাড়াও পথচলতি বহু মানুষ সময় কাটান এখানে। প্রথম দিনেই ২০,০০০ টাকার বই বিক্রি হয় এখানে। জানা গেছে, স্টল শুরু হওয়ার তিন দিনের মধ্যেই ১ লক্ষ্য টাকার বই বিক্রি হয়েছে স্টল থেকে।
1/8
মার্ক্সীয় সাহিত্যের স্টলে CPI(M) এর রাজ্য সম্পাদক
2/8
স্টলে এলেন যাদবপুরের প্রাক্তন বিধায়ক, CPI(M) নেতা সুজন চক্রবর্তী
photos
TRENDING NOW
3/8
ঘুরে গেলেন প্রাক্তন ছাত্র নেতা এবং কসবা বিধানসভায় CPI(M) প্রার্থী শতরূপ ঘোষ
4/8
চায়ের আড্ডায় রাজ্য সম্পাদক
5/8
তরুণ মুখের সারি
6/8
উদ্বোধনে কমলেশ্বর মুখার্জি
7/8
উদ্বোধনের দিনে স্টলে রবিন দেব
8/8
বক্তব্য রাখলেন দেবদূত ঘোষ
photos