কবে আসছে শিশুদের জন্য Corona Vaccine? জানালেন AIIMS প্রধান
তৃতীয় ঢেউয়ের আতঙ্কে কাবু ভারত-সহ গোটা বিশ্ব।
1/6
শিশুদের টিকারণ নিয়ে কী বললেন AIIMS প্রধান?
নিজস্ব প্রতিবেদন: করোনার তৃতীয় ঢেউয়ের আতঙ্কে কাবু ভারত-সহ গোটা বিশ্ব। অনেকেই বলছেন, শিশুদের উপর তৃতীয় ঢেউয়ের প্রভাব সবচেয়ে বেশি পড়বে। কিন্তু শিশুদের জন্য তো এখনও কোনও টিকা বের হয়নি। তাহলে উপায়? এই পরিস্থিতিতে আশার আলো দেখালেন AIIMS প্রধান ডক্টর রণদীপ গুলেরিয়া (Dr Randeep Guleria)। কবে থেকে দেওয়া হবে শিশুদের করোনা টিকা? জানালেন তিনি।
2/6
শিশুদের মধ্যে সংক্রমণ হার নিয়ে কী বলছে The Lancet?
মেডিক্যাল জার্নাল The Lancet-এ প্রকাশিত একটি গবেষণা বলছে, ১১ থেকে ১৭ বছর বয়সীদের মধ্যে সংক্রমণের আশঙ্কা প্রায় ১৮ থেকে ৩০ শতাংশ। এই গবেষণাতে মাথায় রেখেই ডক্টর রণদীপ গুলেরিয়া (Dr Randeep Guleria) বলেন, 'শারীরিক ভাবে দুর্বল যারা, বিশেষ করে শিশু এবং বয়স্কদের মধ্যে সংক্রমণের হার সবচেয়ে বেশি হতে পারে। সেজন্য স্কুল পড়ুয়াদের নিয়ে সবচেয়ে বেশি আতঙ্ক রয়েছে। তাদের থেকেই বাড়িতে থাকা বয়স্কদের শরীরে রোগ ছড়িয়ে পড়তে পারে।'
photos
TRENDING NOW
3/6
ভারতে এখনও টিকাকরণ কত?
4/6
দেশীয় টিকা নিয়ে কী বললেন Dr Randeep Guleria?
শুক্রবারই ১২ থেকে ১৭ বছর বয়সীদের জন্য মডার্নার টিকা ব্যবহারের অনুমতি দিয়েছে ব্রিটেন। মে মাসে Pfizer-BioNTech-এর টিকাকে ১২ থেকে ১৫ বছর বয়সীদের উপর টিকা ব্যবহারে ছাড়পত্র দিয়েছে আমেরিকা। এই প্রসঙ্গে টেনে ডক্টর রণদীপ গুলেরিয়া (Dr Randeep Guleria), 'আমাদেরও দেশীয় পদ্ধতিতে টিকা তৈরি করা প্রয়োজন। সেজন্য়ই Bharat Biotech ও Zydus-এর গবেষণা গুরুত্বপূর্ণ। এছাড়া Pfizer-এর টিকা এলেও তা সাহায্য করবে।'
5/6
কবে আসছে শিশুদের জন্য Corona Vaccine?
6/6
কবে খুলবে স্কুল-কলেজ?
photos