Covid Vaccine: কবে আসছে ৩ বছরের বেশি বয়সীদের জন্য ভ্যাকসিন, জানিয়ে দিলেন সেরাম প্রধান
Dec 14, 2021, 18:32 PM IST
1/6
আঠারো বছরের বেশি বয়সীদের জন্য বাজারে এসেছে ভ্যাকসিন। কিন্তু তার থেকেও কম বয়সীদের জন্য ভ্য়াকসিন আসবে কবে? এনিয়ে প্রশ্ন উঠছে বহু দিন থেকেই। বিশেষ করে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মধ্য তা আরও জোরদার হয়। এবার এনিয়ে আশার কথা শোনাল সেরাম ইনস্টিটিউট।
2/6
সেরামের সিইও আদর পুনাওয়ালা আজ এক সম্মেলনে জানিয়েছেন, ৩ বছরের বেশি বয়সীদের জন্য করোনা ভ্য়াকসিন এসে যাবে আগামী ৬ মাসের মধ্যেই।
photos
TRENDING NOW
3/6
দেশজুড়ে ধীরে হলেও ছড়াছে করোনার নতুন প্রজাতি ওমিক্রন। এই প্রজাতি ঠেকানো নিয়ে আজ আদর পুনাওয়ালা বলেন, 'এখনওপর্যন্ত যে তথ্য হতে এসেছে তাতে দেখা যাচ্ছে করোনা টিকার বুস্টার ডোজে শরীরে অ্যান্টিবডি অনেকটাই বাড়তে পারে।'
4/6
উল্লেখ্য, বর্তমানে ১৮ বছরের ঊর্ধ্বে মানুষজনদের জন্য কোভিশিল্ড ও অন্যান্য় ভ্যাকসিনকে অনুমোদন দেওয়া হয়েছে।
5/6
পুনাওয়ালা এদিন বলেন, সৌভাগ্যবশত করোনা এখনও শিশুদের মধ্যে বেশি সংক্রমণ ছড়াতে পারেনি। তার পরেও আগামী ৬ মাসের মধ্যে শিশুদের জন্য একটি ভ্যাকসিন বাজারে ছাড়ছি। তিন বছরের ঊর্ধ্বে শিশুদের ওই ভ্যাকসিন দেওয়া যাবে।
6/6
সেরাম প্রধান আরও বলেন, করোনার ভ্য়াকসিন নিন এবং আপনাদের শিশুদেরও দিন। এতে কোনও ক্ষতি নেই। যদি মনে করেন আপনার শিশুকেও ভ্য়াকসিন দেবেন তাহলে সরকারি নির্দেশিকার জন্য় অপেক্ষা করুন।