চিনের উহানে ফের ১ কোটি ১০ লক্ষ মানুষের করোনা পরীক্ষা! আশঙ্কা বড় সড় সংক্রমণের

| May 13, 2020, 13:07 PM IST
1/5

উহানে বড় সড় সংক্রমণের আশঙ্কা

উহানে বড় সড় সংক্রমণের আশঙ্কা

বড় সড় সংক্রমণের আশঙ্কা বাড়িয়ে চিনে ফের লক্ষাধিক মানুষের করোনা পরীক্ষা করানোর উদ্যোগ নিয়েছে সে দেশের সরকার। সূত্রের খবর, উহানের ১ কোটি ১০ লক্ষ বাসিন্দাকে নতুন করে করোনা পরীক্ষা করানো হবে।

2/5

উহানে বড় সড় সংক্রমণের আশঙ্কা

উহানে বড় সড় সংক্রমণের আশঙ্কা

৭৬ দিনের টানা লকডাউন চলার পর ৮ এপ্রিল উহানের সীমান্ত খুলে দেওয়া হয়। টানা ৩৭ দিন করোনা মুক্ত ভাবে কাটিয়েছে উহান। কিন্তু গত শনিবার উহানে নতুন করে ২০ জনের শরীরে করোনা সংক্রমণের প্রমাণ মিলেছে।

3/5

উহানে বড় সড় সংক্রমণের আশঙ্কা

উহানে বড় সড় সংক্রমণের আশঙ্কা

জানা গিয়েছে, আক্রান্তরা মূলত ডোংঝিউ প্রদেশের বাসিন্দা। মঙ্গলবার থেকে এই শহরের ১ কোটি ১০ লক্ষ বাসিন্দার করোনা পরীক্ষা করানোর উদ্যোগ নিয়েছে সেখানকার প্রশাসন। সূত্রের খবর, ১০ দিনের মধ্যে এই পরীক্ষার রিপোর্ট জমা দিতে হবে।

4/5

উহানে বড় সড় সংক্রমণের আশঙ্কা

উহানে বড় সড় সংক্রমণের আশঙ্কা

গত শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-এর বিশেষজ্ঞ পিটার বেন এমবারেক জানান, সংক্রমণ ছড়ানোর ক্ষেত্রে উহানের বাজারের ভূমিকা রয়েছেই। তবে প্রকৃতপক্ষে কী ভাবে এই ভাইরাস মানুষের শরীরে সংক্রমিত হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়।

5/5

উহানে বড় সড় সংক্রমণের আশঙ্কা

উহানে বড় সড় সংক্রমণের আশঙ্কা

এই পর্যন্ত উহানে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫০,৩৩৪। হঠাৎ এই বিপুল সংখ্যক মানুষের কেন করোনা পরীক্ষা করা হচ্ছে! তাহলে কী লকডাউন তুলে দেওয়ার পর ‘কমিউনিটি ট্রান্সমিশন’ বা গোষ্ঠী সংক্রমণের ফলে সেখানে ফের ভয়াবহ আকার নিতে চলেছে করোনাভাইরাস? উঠছে প্রশ্ন।