নড়বড়ে লাল-হলুদ রক্ষণ সামলাতে লিগের শেষ লগ্নে শহরে এলেন বিশ্বকাপার ডিফেন্ডার

Mar 02, 2020, 13:52 PM IST
1/5

সোমবার সকালে শহরে পা রাখলেন ইস্টবেঙ্গলের কোস্টারিকান বিশ্বকাপার জনি আকোস্তা।

2/5

কোস্টারিকার সান হোসে থেকে নিউইয়র্ক , সেখান থেকে দিল্লি হয়ে ৪৮ ঘণ্টার বিমান যাত্রার ধকল নিয়ে কলকাতায় পৌঁছে গেলেন জনি। তবে শরীরী ভাষায় কোথাও ক্লান্তির ছাপ তাঁর ছিল না।

3/5

২০১৮-১৯ মরশুমে ইস্টবেঙ্গলের খেলে গিয়েছেন আকোস্তা। কিন্তু এই মরশুমে কোচ আলেজান্দ্রো তাঁকে দল থেকে ছেঁটে ফেলেন।

4/5

কিন্তু আলেজান্দ্রো এবং ক্রেস্পি মার্তির বিদায়ের পর বিশ্বকাপার ডিফেন্ডার জনি আকোস্তাকে আনার তোড়জোড় শুরু করে ইস্টবেঙ্গল।

5/5

এদিনই আই লিগে গোকুলাম কেরালা এফসি-র বিরুদ্ধে খেলতে কেরালা রওনা দেয় টিম ইস্টবেঙ্গল। আই লিগ জয়ের সম্ভবনা নেই ইস্টবেঙ্গলের। সামনে রয়েছে সম্মানের ডার্বি। এদিকে জনি কলকাতায় চলে আসায় কোচ বিদেশিকে ছাঁটা হবে সেই নিয়ে এক প্রস্থ নাটকের সম্ভবনা তৈরি হচ্ছে।