আক্রমণের পর মানব শরীরে কীভাবে জাল বিস্তার করছে মারণ করোনা? আতঙ্কের ৩ দশা

Mar 14, 2020, 19:34 PM IST
1/7

নিজস্ব প্রতিবেদন : করোনা আতঙ্কে জবুথবু বিশ্ব। ভারতেও সংক্রমণ বাড়ছে লাফিয়ে লাফিয়ে। ইতিমধ্যেই ভারতে ৮৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন ২ জন। এখন কীভাবে মানব শরীরে আক্রমণ করছে করোনা? কী বলছে সমীক্ষা?

2/7

সমীক্ষা বলছে, শরীরে করোনা ভাইরাসের আক্রমণের প্রথম থেকে তৃতীয় দিনের মধ্যে এর প্রকাশ ঘটে। প্রথম দিন জ্বর থাকে। শ্বাসযন্ত্রগুলির উপরই এই ভাইরাস প্রথম আক্রমণ করে। তিনদিনের মধ্যে কাশি, গলা ব্যথা শুরু হয়। ৮০ শতাংশ মানুষের দেহে এই উপসর্গ দেখা যায়।

3/7

এরপর চতুর্থ থেকে নবম দিনের মধ্যে মারণ ভাইরাস ফুসফুসে আক্রমণ করে। শুরু হয় শ্বাসকষ্ট। ১৫ দিনের মধ্যে ফুসফুসে প্রদাহ শুরু হয়। যাতে শ্বাসকষ্ট মারাত্মক আকার নেয়। ১৪ শতাংশ রোগীর দেহে এই লক্ষ্মণ দেখা গিয়েছে।  

4/7

ফুসফুসে আক্রমণের পর রক্তে সংক্রমণ শুরু হয়। যেটা-ই ঘাতক হয়ে দাঁড়াতে পারে। রক্তে সংক্রমণের জেরেই দেখা দিতে পারে সেপসিস। যাতে রোগীর মৃত্যু হতে পারে। ৫ শতাংশ ক্ষেত্রে এমনটাই ঘটেছে।

5/7

সমীক্ষা বলছে, করোনা সংক্রমণের পর তৃতীয় সপ্তাহটাই গুরুত্বপূর্ণ। কারণ COVID-19 মানব শরীরে গড়ে ২১ দিন পর্যন্ত থাকতে পারে।

6/7

এখন উপসর্গ প্রকাশ পাওয়ার ১৫ থেকে ২২ দিনের মধ্যে রোগীর মৃত্যু হয়েছে। অন্যদিকে, সুস্থ হয়ে বাড়িও ফিরে গিয়েছেন উপসর্গ প্রকাশ পাওয়ার ১৮ থেকে ২৫ দিনের মধ্যে।

7/7

তবে আশঙ্কার কথা একটাই, কোনও কোনও ক্ষেত্রে সংক্রমণের পর ৫, ১৪ এমনকি ২৭ দিন পর্যন্ত রোগীর শরীরে কোনও চিহ্ন দেখতে পাওয়া নাও যেতে পারে।