ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখে পৌঁছল ৬৪ দিনে, উন্নত দেশগুলির হাল আরও শোচনীয়

May 20, 2020, 16:07 PM IST
1/8

1

1

দেশে এখনও পর্য্ন্ত করোনায় মৃত্যু হয়েছে ৩,১৬৩ জনের। মঙ্গলবার দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ছুঁয়েছে ১ লাখ।

2/8

2

2

একশো তিরিশ কোটির দেশে এই সংখ্যা যে দুনিয়ার অন্যান্য দেশের তুলনায় খুব বেশি তা বলা যায় না। ভারতে এই ১ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন মাত্র ৬৪ দিনে। এটাই আশঙ্কার।  তবে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে ভারতের আক্রান্তের সংখ্যা তুলনা করলে ভারত সুবিধেজনক অবস্থাতেই রয়েছে বলে মনে হবে।

3/8

3

3

কেন্দ্রের হিসেব মতো গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৪৯৭০ জন। মৃত্যু হয়েছে ১৩৪ জনের। সবে মিলিয়ে মঙ্গলবার পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১,০১,১৩৯।

4/8

4

4

মার্কিন যুক্ররাষ্ট্রের মতো উন্নত দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ১ লাখ ছুঁয়েছিল মাত্র ২৫ দিনে। মার্কিন যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রতিলাখে আক্রান্তের সংখ্যা ৪৩১। মোট আক্রান্ত ১৪,০৯,৪৫২ জন।

5/8

5

5

ব্রিটেন আক্রান্তের সংখ্যা ১০০ থেকে ১ লাখ হয়েছিল ৪২ দিনে। ব্রিটেনে প্রতিলাখে আক্রান্ত ৪৯৪ জন। মোট আক্রান্ত ২,৪০,১৬৫ জন।

6/8

6

6

অন্যদিকে ফ্রান্সে আক্রান্তের সংখ্যা ১ লাখ হয়েছিল মাত্র ৩৯ দিনে।

7/8

7

7

জার্মানি ও স্পেনে ১ লাখ লোক আক্রান্ত হয়েছিলেন যাথাক্রমে ৩৫ দিন ও ৩০ দিনে। জার্মানিতে প্রতি লাখে আক্রান্ত ২১০ জন। মোট আক্রান্ত ১,৭৪,৩৫৫ জন।

8/8

8

8

ইটালিতে প্রতি লাখে আক্রান্ত ৩৭২ জন। মোট আক্রান্ত ২,২৪,৭৬০ জন।