দেশে করোনায় মৃতের সংখ্যা ১ লাখ ছাড়াল, একদিনে মৃত্যু ১,০৬৯ জনের

Oct 03, 2020, 13:25 PM IST
1/5

গত একদিনে দেশে করোনা আক্রান্ত হলেন ৭৯,৪৭৬ জন। এনিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ৬৪,৭৩,৫৪৫।

2/5

গত ২৪ ঘণ্টায় দেশে করোনার শিকার হলেন ১,০৬৯ জন। সবেমিলিয়ে এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু সংখ্যা ১ লাখ পার হয়ে গেল। মৃত্য়ুর সংখ্যায় বিশ্বে এখন তিন নম্বরে ভারতে। প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্র(২ লাখের বেশি), দ্বিতীয় স্থানে ব্রাজিল( ১লাখ ৪৪ হাজার)। তবে এই দুই দেশের তুলনায় ভারতে মৃত্যুর হার অনেকটাই কম।

3/5

দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হল ১,০০,৮৪২ জনের। মৃত্যুর হার ১.৫৬ শতাংশ। দেশে এখনও পর্যন্ত সক্রিয় করোনা আক্রান্ত ৯,৪৪,৯৯৬ জন। সুস্থ হয়েছেন ৫৪,২৭,৭০৭ জন।

4/5

করোনায় মৃত্যুর শীর্ষে রয়েছে উদ্ধব ঠাকরের রাজ্য মহারাষ্ট্র। সেখানে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৭,৪৮০ জনের। তার পরেই রয়েছে তামিলনাড়ু, মৃতের সংখ্যা  ৯,৬৫৩। ন হাজারের কোটায় রয়েছে কর্ণাটকও। সেখানে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৯,১১৯ জনের।

5/5

ওই তিন রাজ্যের পরই রয়েছে উত্তরপ্রদেশ, যোগী রাজ্যে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫,৯১৭ জন। এরপরেই রয়েছে অন্ধ্রপ্রদেশ(৫,৯০০), দিল্লি(৫,৪৩৮), পশ্চিমবঙ্গ (৫,০৭০), পঞ্জাব(৩,৫০১), গুজরাট(৩,৪৭৫)।