পাহাড়ী মানুষের প্রাণ বাঁচাতে মাত্র ৩,৫০০ টাকায় ভেন্টিলেটর, বানিয়ে ফেললেন IAF-র প্রাক্তন পাইলট

Jul 11, 2020, 13:12 PM IST
1/5

সংকটজনক রোগীদের প্রাণ বাঁচাতে প্রয়োজন ভেন্টিলেটর। এগিয়ে এলেন বায়ুসেনার বিশ্বরেকর্ডধারী পাইলট। মাত্র ৩৫০০ টাকায় তৈরি করে ফেললেন ভেন্টিলেটর। নাম দিয়েছেন অ্যাম্বু-ব্যাগ। -তথ্য ও ছবি-তন্ময় প্রামাণিক

2/5

এই ধরনের সস্তার ভেন্টিলেটর তৈরি করেছেন হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট-এর ডিরেক্টর জয় কিষান ও সেখানকার কয়েকজন। পাহাড়ের অ্যাম্বুলেন্স ও গ্রামে ওই ভেন্টিলেটর ব্যবহার হচ্ছে। -তথ্য ও ছবি-তন্ময় প্রামাণিক

3/5

কম খরচের এই অ্যাম্বু-ভেন্টিলের চলবে ব্যাটারি কিংবা বিদ্যুতে। একটি মোটরের সাহায্যে হাতে বানানো এই অ্যাম্বু ব্যাগ সঠিক পরিমাণে ও নির্দিষ্ট চাপে প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করতে পারে। যন্ত্রটি তৈরী করতে খরচ নামমাত্র সাড়ে তিন হাজার টাকা। -তথ্য ও ছবি-তন্ময় প্রামাণিক

4/5

দার্জিলিংয়ে বহু গ্রাম রয়েছে প্রত্যন্ত এলাকায়। সেখানে সংকটজনক রোগীকে চট করে অ্যাম্বুলেন্স করে হাসপাতালে আনা কষ্টকর। সেখানে এভাবে প্রাণ বাঁচানেরা চেষ্টা সত্যই নতুন। -তথ্য ও ছবি-তন্ময় প্রামাণিক

5/5

হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের কর্মীরা জানালেন, জয় কিষান স্যার যুদ্ধ বিমান চালিয়েছেন। ওনার ফিজিক্স ব্যাকগ্রাউন্ড করেছে বলেই এই ধরনের কাজ ওঁর গাইডে করা সম্ভব হল।  অন্যদিকে, জয় কিষানের কথায়,  ভাবনা ছিল মানুষের প্রাণ বাঁচানো ও খরচ কমানো। সেটাই করেছি। -তথ্য ও ছবি-তন্ময় প্রামাণিক