1/5
প্যাঙ্গোলিন
চিন থেকে করোনাভাইরাস গোটা বিশ্বে ছড়ানোর পরই এই ভাইরাসের ছড়িয়ে পড়া নিয়ে নানা কারণ সামনে আসছে। এর মধ্যে একটি হল, অতিরিক্ত মাত্রায় বন্য জীব-জন্তু খাওয়ার অভ্যাস। চিনের বেশির ভাগ মানুষই বিভিন্ন ধরনের বন্য জীব-জন্তুর মাংস খান। মনে করা হচ্ছে, কেনও বন্য জীব-জন্তুর মাংস থেকেই এই করোনাভাইরাস মানুষের শরীরে ঢুকেছে।
2/5
করোনাভাইরাস
চিনের চাহিদার যোগান দিতে বণ্য জীব-জন্তুদের মধ্যে প্যাঙ্গোলিন বহুল মাত্রায় পাচার করা হয়ে সে দেশে। চিনের অত্যন্ত সুস্বাদু একটি খাবার হিসাবে পরিচিত এই প্যাঙ্গোলিনের মাংস। প্যাঙ্গোলিনের মাংস যেমন সুস্বাদু তেমনি এর শরীরে থাকা আঁশ থেকে ওষুধ তৈরি করা হয়ে। তাই সব মিলিয়ে চোরা কারবারীদের দৌরাত্বে ধীরে ধীরে কমতে শুরু করে প্যাঙ্গোলিনের সংখ্যা।
photos
TRENDING NOW
3/5
প্যাঙ্গোলিন
4/5
প্যাঙ্গোলিন
5/5
প্যাঙ্গোলিন
photos