Home Image: 
দেশে করোনায় মৃতদের ৭০ শতাংশই ৫ রাজ্যের, সবচেয়ে বেশি মৃত্যু মহারাষ্ট্রে
Domain: 
Bengali
Section: 
Home Title: 

দেশে করোনায় মৃতদের ৭০ শতাংশই ৫ রাজ্যের, সবচেয়ে বেশি মৃত্যু মহারাষ্ট্রে 

English Title: 
Coronavirus: 70 per cent COVID deaths are from 5 states, says Health Ministry
Slide Photos: 

উল্লেখ্য, মঙ্গলবার পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪২,৮০,৪৩২।

দেশে সক্রিয় করোনা আক্রান্তের মধ্যে ২৭ শতাংশ মহারাষ্ট্রের, অন্ধ্রপ্রদেশের ১১ শতাংশ, কর্ণাটকের ১০.৯৮ শতাংশ, ৭ শতাংশ উত্তর প্রদেশের, ৬  শতাংশ তামিলনাড়ুর। দেশের ১৪ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৫০০০ এর কম।

কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ মঙ্গলবার জানান, করোনায় মৃতদের ৩৭.১৪ শতাংশই মহারাষ্ট্রের। ১০.৮৯ শতাংশ তামিলনাড়ুর, ৮.৯৮ শতাংশ কর্ণাটকের ও ৬.১৭ শতাংশ অন্ধ্রপ্রদেশের এবং ৫.৪৬ শতাংশ উত্তরপ্রদেশের বাসিন্দা।

কোন কোন রাজ্য রয়েছে ওই তালিকায়? স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, তালিকায় শীর্ষে রয়েছে মহারাষ্ট্র, তার পরেই রয়েছে অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, উত্তরপ্রদেশ ও তামিলনাড়ু।

কেন্দ্রের দুশ্চিন্তা বাড়াচ্ছে দেশের পাঁচ রাজ্যের করোনা পরিস্থিতি। কারণ এখনও পর্যন্ত দেশে করোনায় মৃতদের ৭০ শতাংশই ওই পাঁচ রাজ্যের। দেশের ৬২ শতাংশ সক্রিয় করোনা আক্রান্তের ঠিকানাও ওইসব রাজ্যে। এমনটাই জানাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

Publish Later: 
No
Publish At: 
Tuesday, September 8, 2020 - 22:07
Mobile Title: 
দেশে করোনায় মৃতদের ৭০ শতাংশই ৫ রাজ্যের, সবচেয়ে বেশি মৃত্যু মহারাষ্ট্রে
Facebook Instant Gallery Article: 
No
Edited By: 
Sekender Abu Zafar