এলাকার একমাত্র তিনিই করোনা রোগীদের হাসপাতাল পৌঁছতেন, কোলাঘাটের রাস্তায় কাতরাতে কাতরাতে মৃত্যু হল তাঁরই!

Jun 14, 2020, 13:35 PM IST
1/6

করোনুা আক্রান্ত রোগী হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ে পথ দুর্ঘটনা। মৃত্যু হল রোগী ও এক অ্যাম্বুলেন্সের চালকের। এক জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে এনএইচ-৬ জাতীয় সড়কে কোলিশ্বরের কাছে

2/6

শনিবার রাতে কোলাঘাট ব্লকে তিনজনের রিপোর্টে করোনা পজিটিভ ধরা পড়ে৷ এরপর রবিবার সকালে কোলাঘাট ব্লকের গোপালনগর থেকে দুই করোনা আক্রান্ত রোগীকে পাঁশকুড়া হাসপাতালে নিয়ে যাচ্ছিল৷

3/6

 সেই সময় কোলিশ্বরের কাছে একটি লরির পিছনে সজোরে ধাক্কা মারে অ্যাম্বুলেন্সটি৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় চালক গোপীনাথ কোলে৷

4/6

এলাকার বাসিন্দারা জানতেন, একমাত্র গোপীনাথবাবুই করোনা আক্রান্ত রোগীদের অ্যাম্বুলেন্সে নিয়ে হাসপাতালে ভর্তি করাতে যান৷

5/6

অ্যাম্বুলেন্সে করোনা আক্রান্ত রোগী রয়েছেন, এটা ধরে নিয়েই সাহায্যে এগিয়ে আসেননি কেউ৷ দীর্ঘক্ষণ তাঁরা ওই অবস্থায় পড়ে থাকেন৷

6/6

 স্থানীয়রাই খবর দেয় পাঁশকুড়া হাসপাতালে৷ ঘটনাস্থলে যান পাঁশকুড়া করোনা হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা৷ তাঁরাই দুই করোনা আক্রান্ত রোগীকে গুরুতর আহত অবস্থায় পাঁশকুড়া করোনা হাসপাসাতে নিয়ে যান৷ ততক্ষণে আরও একজনের মৃত্যু হয়৷