করোনায় বিশাল ধাক্কা, ২ মাসে মুকেশ আম্বানির সম্পদের পরিমাণ কমলো ৪৮০০ কোটি ডলার
Apr 06, 2020, 15:52 PM IST
1/6
1
গোটা বিশ্বের অর্থনীতির ওপরে বিশাল ধাক্কা দিয়েছে করোনা ভাইরাস। দুনিয়ার বড়বড় কোম্পানি কঠিন পরীক্ষার মুখে দাঁড়িয়ে। তার রেশ এসে পড়ল রিলায়েন্সের কর্ণধার মুকেশ আম্বানির ওপরেও।
2/6
2
করোনার ধাক্কায় গত দুমাসে মুকেশ আম্বানির সম্পদের পরিমাণ কমেছে ৪৮ বিলিয়ন ডলার বা ৪৮০০ কোটি ডলার। স্টক মার্কেটে ধসের কারণেই এই বিপুল ক্ষতির সম্মুখীন রিলায়েন্স।
photos
TRENDING NOW
3/6
3
হারুন রিচ লিস্টের পরিসংখ্যান অনুযায়ী বিশ্বে ধনীদের তালিকায় মুকেশ এখন ৮ নম্বর থেকে নেমে গিয়েছেন ১৭ নম্বরে।
4/6
4
অন্যদিকে, শিল্পপতি গৌতম আদানির সম্পত্তির পরিমাণ কমেছে ৬০০ কোটি ডলার।
5/6
5
উল্লেখ্য, করোনা ভাইরাসের কারণে দেশজুড়ে চলছে লকডাউন। বিশ্বের বহু দেশে একই অবস্থা। দেশের অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম ২৬ শতাংশ কমে গিয়েছে। মার্কিন ডলারের তুলনায় টাকার দাম কমেছে ৫.২ শতাংশ।
6/6
6
করোনার কারণে বিশ্বে যেসব শিল্পপতির সম্পদের পরিমাণ বেশি কমেছে তাদের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে মুকেশ আম্বানি। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ফরাসি ফ্যাশন জায়েন্ট বার্নাড আর্নল্ডের। তাঁর ক্ষতির পারিমাণ ৭৭০০ বিলনয়ান ডলার।