Coromandel Express Accident: রেললাইনে মারণ ফাঁদ! ফিরে দেখা দশ মারাত্মক ট্রেন দুর্ঘটনা...

করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনায় খবরাখবরের জন্য হাওড়া স্টেশনের জন্য হেল্পলাইন নম্বর— ০৩৩-২৬৩৮২২১৭। খড়্গপুর স্টেশনের জন্য হেল্পলাইন নম্বর— ৮৯৭২০৭৩৯২৫, ৯৩৩২৩৯২৩৩৯। বালেশ্বর স্টেশনের জন্য হেল্পলাইন নম্বর— ৮২৪৯৫৯১৫৫৯ এবং ৭৯৭৮৪১৮৩২২। শালিমার স্টেশনের জন্য হেল্পলাইন নম্বর— ৯৯০৩৩৭০৭৪৬।

Jun 03, 2023, 12:58 PM IST
1/10

ভারতের মারাত্মক ট্রেন দুর্ঘটনা

Biggest Train Accidents In India

অয়ন ঘোষাল: রেললাইনে মারণ ফাঁদ! ফিরে দেখা দশ মারাত্মক ট্রেন দুর্ঘটনা। শতকের ভয়াবহ রেল বিপর্যয়। ওড়িশার বালেশ্বরে বাহানগা স্টেশনে ট্রেন দুর্ঘটনায় দেশলাইয়ের খোলের মত লন্ডভন্ড কামরা। লাইনচ্যুত তিনটি ট্রেন। করমন্ডল, যশবন্তপুর এক্সপ্রেসের অধিকাংশ বগি দুর্ঘটনার কবলে। দুর্ঘটনাগ্রস্ত মালগাড়িও। তবে এই প্রথমবার নয় অতীতেও দেশ সাক্ষী থেকেছে ভয়ংকর সব রেল দুর্ঘটনার। 

2/10

ভারতের মারাত্মক ট্রেন দুর্ঘটনা

Biggest Train Accidents In India

১৯৮১ সালের বিহার ট্রেন দুর্ঘটনা। ৯০০ জন যাত্রীকে নিয়ে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে বিহারের সহরসার কাছে বাঘমতি নদীতে ডুবে যায়। ভয়াবহ এই দুর্ঘটনায় ৭৫০ জনেরও বেশি মানুষ মারা যান। এটি ভারতে তথা বিশ্বের সবচেয়ে ভয়নাক ট্রেন দুর্ঘটনাগুলির মধ্যে একটি।

3/10

ভারতের মারাত্মক ট্রেন দুর্ঘটনা

Biggest Train Accidents In India

উত্তর প্রদেশের ফিরোজাবাদের কাছে দাঁড়িয়ে থাকা কালিন্দী এক্সপ্রেসে ধাক্কা মারে দিল্লিগামী যাত্রীবাহী পুরুষোত্তম এক্সপ্রেস। ওই ঘটনায় অন্তত ৩৫৮ জন মানুষ মারা যান। অন্তত ৩৫৮ জনের মৃত্যু হয়। একটি গরুকে ধাক্কা দেওয়ার পর ব্রেক ফেইল করায় কালিন্দী এক্সপ্রেস ট্র্যাকে আটকে যায়।  

4/10

ভারতের মারাত্মক ট্রেন দুর্ঘটনা

Biggest Train Accidents In India

অসমের গাইসালের কাছে আড়াই হাজারেরও বেশি যাত্রী নিয়ে যাচ্ছিল দুটি ট্রেন। অবোধ-অসম এক্সপ্রেস এবং ব্রহ্মপুত্র মেলের মধ্যে সংঘর্ষে মৃত্য়ু হয়েছিল ২৬৮ জনের। আহত হয়েছিলেন ৩৫৯ জন। দুর্ঘটনার ভয়াবহতা এমনই ছিল যে আওয়াধ-আসাম ট্রেনের ইঞ্জিনটি অনেক দূরে ছিটকে পড়েছিল । এমনকি দুটি ট্রেনের যাত্রীরা লোকালয় থেকে অনেক দূরে ছিটকে পড়েছিলেন ।  

5/10

ভারতের মারাত্মক ট্রেন দুর্ঘটনা

Biggest Train Accidents In India

নদীতে আচমকা বান এসে যাওয়ার কারণে ২০০৫ সালের ২৯ অক্টোবর একটি ছোট রেল সেতু ভেসে যায়। এর উপর দিয়ে তখন যাচ্ছিল একটি ‘ডেল্টা ফাস্ট প্যাসেঞ্জার’ ট্রেন।  ডেল্টা ফাস্ট প্যাসেঞ্জার ট্রেন লাইনচ্যুত হয়ে পড়ে। এতে কমপক্ষে ১১৪ জন নিহত হন এবং ২০০ জনেরও বেশি আহত হন।  

6/10

ভারতের মারাত্মক ট্রেন দুর্ঘটনা

Biggest Train Accidents In India

উত্তর রেলওয়ের খন্না-লুধিয়ানা বিভাগে খন্নার কাছে লাইনচ্যুত হয়ে গিয়েছিল অমৃতসরগামী ছয়টি ফ্রন্টিয়ার গোল্ডেন টেম্পল মেল ট্রেনের কামরা। এরপর কলকাতাগামী জম্মু তাউই- শিয়ালদহ এক্সপ্রেসটি পঞ্জাব পৌঁছনোর পর ওই ৬টি কামরার সঙ্গে প্রবল জোরে ধাক্কা লাগে। প্রাণ হারিয়েছিলেন ২১২ জন যাত্রী। 

7/10

ভারতের মারাত্মক ট্রেন দুর্ঘটনা

Biggest Train Accidents In India

উত্তরবঙ্গ এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা লাগে বনাঞ্চল এক্সপ্রেসের। এতে প্রায় ৬৩ জন নিহত হন৷ ১৬৫ জনেরও বেশি লোক জখম হন। ২০১২ সালের হাম্পি এক্সপ্রেস দুর্ঘটনা। অন্ধ্র প্রদেশের কাছে হুবলি-বেঙ্গালোর হাম্পি এক্সপ্রেস একটি মালগাড়িকে ধাক্কা মারে। 

8/10

ভারতের মারাত্মক ট্রেন দুর্ঘটনা

Biggest Train Accidents In India

২০১০ সালের ২৮ মে। পশ্চিম মেদিনীপুরের খেমাশুলি এবং সরডিহার মাঝে লাইনচ্যুত হয় মুম্বইগামী জ্ঞানেশ্বরী এক্সপ্রেস। একটি মালবাহী ট্রেনের সাথে ধাক্কা লাগে। এটি একটি মাওবাদী হামলা বলে সন্দেহ করা হয়েছিল এবং এর জেরে কমপক্ষে ১৭০ জন মানুষ মারা গিয়েছিলেন।

9/10

ভারতের মারাত্মক ট্রেন দুর্ঘটনা

Biggest Train Accidents In India

হাওড়া-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস - রাত 10:40 টায় হাওড়া-নয়া দিল্লি রাজধানী এক্সপ্রেস গয়া এবং দেহরি-অন-সোন স্টেশনের মধ্যে রফিগঞ্জ স্টেশনের কাছে লাইনচ্যুত হয়। হাওড়া রাজধানী এক্সপ্রেস রফিগঞ্জের ধেভ নদীর উপর একটি সেতুর উপর লাইনচ্যুত হয়।  ১৪০ এরও বেশি লোক মারা যান। 

10/10

ভারতের মারাত্মক ট্রেন দুর্ঘটনা

Biggest Train Accidents In India

২০১৬ সালের ইন্দোর-পাটনা এক্সপ্রেস দুর্ঘটনা। ইন্দোর-পাটনা এক্সপ্রেস উত্তরপ্রদেশরে কানপুরের পুখরায়ানের কাছে লাইনচ্যুত হয়। কমপক্ষে ১৫০ জন নিহত হন।