রেওয়ার সৌর পার্ক 'এশিয়ার বৃহত্তম' বলল প্রধানমন্ত্রীর দফতর, "দেশের বৃহত্তমই এর চেয়ে বড়," দাবি কংগ্রেসের

Jul 11, 2020, 14:07 PM IST
1/5

শুক্রবার ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে মধ্যপ্রদেশের রেওয়ার সৌরবিদ্যুত্ কেন্দ্রের (৭৫০ MW) উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটারে এই সৌরবিদ্যুত্ কেন্দ্রকে এশিয়ার বৃহত্তম বলে অভিহিত করে প্রধানমন্ত্রীর দফতরের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল। কিন্তু, সেই টুইট রিটুইট করে তা 'অসত্য' বলে দাবি করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি।

2/5

রিটুইট করে তিনি লেখেন 'অসত্যগ্রাহী', অর্থাত্ প্রধানমন্ত্রীর দফতরের টুইটটি মিথ্যা বলে দাবি করেন রাহুল।

3/5

কর্ণাটকে কংগ্রেসের প্রধান ও প্রাক্তন মন্ত্রী ডি কে শিবকুমার শুক্রবার বলেন, "কর্ণাটকের পেভাগাদা পার্ক সৌরবিদ্যুত্ কেন্দ্র (২,০০০ MW) অনেক বেশি বড়।" ফলে এটির ভারতেরও বৃহত্তম নয়। 

4/5

তিনি বলেন, "প্রায় দুই বছর আগে তৈরি হওয়া পেভাগাদা পার্ক টপকে রেওয়া সৌর বিদ্যুত্ কেন্দ্র কী করে এশিয়ার বৃহত্তম হল, তার জবাব দিক কেন্দ্রীয় শক্তি মন্ত্রক।"

5/5

শুধু তাই নয়, পেভাগাদা পার্কের প্রায় ১৩,০০০ হেক্টরের মধ্যে বেশিরভাগ কৃষিজমিই অধিগ্রহণের বদলে কৃষকদের থেকে লিজ নেওয়া হয় বলে জানান শিবকুমার।