মায়াপুরের ইসকনে শুরু হয়ে গিয়েছে বর্ণিল ঝুলন উৎসব! কতদিন চলবে?

Jhulan Yatra Mayapur Iskcon: বিভিন্ন আচার-অনুষ্ঠানের মাধ্যমে মহাসমারোহে পালিত হচ্ছে ইসকনের মায়াপুরের ঝুলন উৎসব।

| Aug 29, 2023, 13:18 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিভিন্ন আচার-অনুষ্ঠানের মাধ্যমে মহাসমারোহে পালিত হচ্ছে ইসকনের মায়াপুরের  ঝুলন উৎসব। চিরাচরিত প্রথা ও নিয়ম মেনে রবিবার বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে ঝুলন উৎসব শুরু হয়েছে ইসকন-এর প্রধান কার্যালয় শ্রীধাম মায়াপুরে।

1/6

ইসকন মায়াপুর

ইসকন মায়াপুরের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানান, ইসকন মায়াপুরের ঝুলন উৎসব এবছর ৩৯ তম বর্ষে পদার্পণ করল। চলবে আগামী ৩১ শে অগস্ট পর্যন্ত।

2/6

ধর্মীয় আচার

এই ক'দিন প্রতিদিনই এখানে চলবে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান। 

3/6

রাখি পূর্ণিমার পাশে ঝুলন

আসলে রাখি পূর্ণিমার পাশাপাশি ঝুলনের দিনটিরও আলাদা গুরুত্ব রয়েছে। দিনটি প্রভু বলরামের জন্মজয়ন্তী হিসেবেও পালিত হয়।

4/6

গোশালার পাশে

মায়াপুরের ইসকনে গোশালার পাশে ঝুলন উৎসবের আয়োজন করা হয়েছে। প্রতিদিন বিকেল পাঁচটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত এখানে অনুষ্ঠান। 

5/6

চন্দ্রোদয় মন্দির থেকে

বিকেল পাঁচটায় চন্দ্রোদয় মন্দির থেকে নামসংকীর্তন সহযোগে রাধাকৃষ্ণের বিগ্রহ নিয়ে যাওয়া হয় ঝুলন উৎসবের স্থানে। দোলায় দুলে চলেছে রাধাগোবিন্দ।

6/6

প্রেমলীলা

ঝুলন হল রাধাকৃষ্ণের প্রেমলীলার ক্ষেত্র, যার সূচনা হয়েছিল দ্বাপর যুগে।