২০টি ই-বাসের উদ্বোধনে মুখ্যমন্ত্রী, শহর দূষণমুক্ত করতে উদ্যোগী রাজ্য

Feb 20, 2019, 13:21 PM IST
1/5

পরিবেশ দূষণ রুখতে  কলকাতা ও বৃহত্তর কলকাতায় ই-বাস চালু করছে রাজ্য সরকার। আপাতত ৮০ টি বাস শহরের রাস্তায় নামানো হচ্ছে। প্রথম ধাপে মঙ্গলবার নবান্নে ২০ টি ই-বাস উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  ৫ টি রাজ্যে ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে ই-বাস।

2/5

নিউটাউনে ২ টি ই-বাস চলছে। শহর জুড়ে চালু হচ্ছে ১৭ টি চার্জিং স্টেশন হবে। দিনে ২ বার চার্জ দিতে হবে বাসগুলির।

3/5

মোট ৮০ টি বাস চালু হবে ধাপে ধাপে।  দুরকম বাস কেনা হচ্ছে। ৪০ টি বাস  হবে ৩২ আসনের।

4/5

বাকি ৪০ টি ৪০ আসনের। ৩২ আসনের বাসের দাম ৭৫ লক্ষ টাকা। ৪০ আসনের বাসের দাম ৮৮ লক্ষ টাকা। খরচের ৬০ শতাংশ দেবে কেন্দ্র সরকার।

5/5

২০টি ই-বাসের উদ্বোধনে মুখ্যমন্ত্রী, শহর দূষণমুক্ত করতে উদ্যোগী রাজ্য

 ২০টি ই-বাসের উদ্বোধনে মুখ্যমন্ত্রী, শহর দূষণমুক্ত করতে উদ্যোগী রাজ্য

পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী এর দাবি, ই-বাস চালু হতে শহরে  দূষণ অনেকটাই কমবে।  কমবে খরচও।