1/5
ছবি তোলার ক্ষেত্রে ক্যামেরার থেকেও বেশি গুরুত্বপূর্ণ সাবজেক্ট ও ফ্রেমিং। কিন্তু তাই বলে স্মার্টফোনের ক্যামেরার গুণগত মানকে একেবারেই উপেক্ষা করা যায় না। অনেক ক্ষেত্রেই ফোনের ডিফল্ট ক্যামেরা সেটিংস-এ ছবির রেজোলিউশন কম করা থাকে। ম্যাক্স সেটিং-এ সেট করে নিন। ছবি তোলার আগে ফোনের ক্যামেরার লেন্স কোনও নরম কাপড়ে মুছে নিন। সেই সঙ্গে লক্ষ্য রাখুন ফোন মেমরিতে যাতে যথেষ্ট জায়গা থাকে। প্যান্ডেল হপিংয়ের মাঝপথে যেন মেমরি শেষ না হয়ে যায়।
2/5
মণ্ডপে ঢুকেই ছবি তুলতে শুরু করে দেবেন না। আগে লক্ষ্য করে নিন কোন অ্যাঙ্গেল থেকে কোন সাবজেক্টের সেরা ছবি আসবে। মণ্ডপের আলো অনুযায়ী অ্যাডজাস্ট করে নিন হোয়াইট ব্যালেন্স। ছবি তোলার ক্ষেত্রে রুল অফ থার্ডস, গোল্ডেন রেশিও-এর মতো সহজ নিয়মগুলি মেনে চলুন। গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন নিয়মগুলি। সেই সঙ্গে ইনস্টল করুন Snapseed-এর মতো ভাল কোনও এডিটিং অ্যাপ।
photos
TRENDING NOW
3/5
4/5
5/5
photos