টেস্টে এই প্রথমবার হলেও আন্তর্জাতিক ক্রিকেটে এর আগে এমন দায়িত্ব সামলেছেন ৩২ বছর বয়সী পোলোসাক (Claire Polosak)। নামিবিয়া বনাম ওমান (পুরুষদের ম্যাচ) একদিনের ক্রিকেট ম্যাচে আম্পায়ার ছিলেন তিনি।
4/6
মেয়েদের বিশ্বকাপেও আম্পায়ারিং করেছেন অস্ট্রেলিয়ার ক্লেয়ার পোলোসাক (Claire Polosak)।
5/6
কখনও ক্রিকেট না খেললেও ১৫ বছর বয়স থেকে আম্পায়ারিং করছেন ক্লেয়ার পোলোসাক (Claire Polosak)।
6/6
নিউ সাউথ ওয়েলসে বাড়ি পোলোসাকের (Claire Polosak)। তিনি নিজেই জানান, কোনওদিন ক্রিকেট না খেললেও , খেলা তিনি দেখতেন। বাবা-মা তাঁকে আম্পায়ারিংয়ে নিয়ে আসেন বলে জানান।