দায়িত্ব ছাড়লেন ট্রেভর বেলিস; বিশ্বচ্যাম্পিয়নদের নতুন কোচ হলেন সিলভারউড

Oct 09, 2019, 14:32 PM IST
1/5

অ্যাসেজ সিরিজের পরেই স্টোকস-রুটদের হেড কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান ইংল্যান্ডকে বিশ্বকাপে বিশ্বচ্যাম্পিয়ন করা ট্রেভর বেলিস।    

2/5

লড়াইয়ে ছিলেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক অ্যালেক স্টুয়ার্ট এবং ভারতকে বিশ্বচ্যাম্পিয়ন করা গ্যারি কার্স্টেন।  

3/5

বেলিসের উত্তরসূরি বেছে নিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। স্টুয়ার্ট, কার্স্টেন-দু'জনকে টপকে ইংল্যান্ডের হেড কোচ হলেন ক্রিস সিলভারউড।  

4/5

ট্রেভর বেলিসের সহকারি হিসেবে দীর্ঘদিন কাজ করা সিলভারউডের ওপরেই আস্থা রাখলেন ইংল্যান্ডের কোচ বাছাইয়ের দায়িত্বে থাকা অ্যাশলে জাইলসরা।

5/5

১৯৯৬ থেকে ২০০২ সাল পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ৬টি টেস্ট ও ৭টি ওয়ান ডে খেলেছেন সিলভারউড। খেলা ছাড়ার পর ২০১০ সালে কোচিং স্টাফ হিসেবে এসেক্সের সঙ্গে যুক্ত হন তিনি। ২০১৭ সালে সিলভারউডের কোচিংয়েই এসেক্স কাউন্টি চ্যাম্পিয়ন হয়।