চিটফান্ডকাণ্ডে কলকাতার পুলিস কমিশনারকে গ্রেফতার করতে চলেছে সিবিআই?
Feb 02, 2019, 23:01 PM IST
1/6
চিটফান্ডকাণ্ডে আরও বড় মাছ জালে পুরতে চলেছে সিবিআই? শ্রীকান্ত মোহতার পর এবার গ্রেফতার হতে পারেন কলকাতার পুলিস কমিশনার রাজীব কুমার।
2/6
ইন্ডিয়া টুডে সংবাদমাধ্যমের প্রতিবেদনের দাবি, চিটফান্ড কেলেঙ্কারির তদন্তে ১৯৮৯ সালের আইপিএস ব্যাচের অফিসার তথা কলকাতার পুলিস কমিশনারকে গ্রেফতার করতে চলেছেন তদন্তকারীরা।
photos
TRENDING NOW
3/6
চিটফান্ড তদন্তে শ্রীকান্ত মোহতাকে নিজেদের হেফাজতে নিয়েছে সিবিআই। এবার রাজীব কুমারকে হাতে পেতে চাইছেন তদন্তকারীরা। সূত্রের খবর, তথ্যপ্রমাণ লোপাট করার অভিযোগ উঠেছে রাজীবের বিরুদ্ধে।
4/6
ইন্ডিয়া টুডে-র প্রতিবেদনের দাবি, গত ৩ দিন ধরে বেপাত্তা রাজীব কুমার। নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ বৈঠকেও গরহাজির ছিলেন।
5/6
ইন্ডিয়া টুডে-র প্রতিবেদনের দাবি, গত ৩ দিন ধরে বেপাত্তা রাজীব কুমার। নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ বৈঠকেও গরহাজির ছিলেন।
6/6
এদিকে কলকাতা পুলিসের ওয়েবসাইটে এনিয়ে লেখা হয়েছে, রাজীব কুমারের পলাতক থাকার কোনও প্রশ্নই আসে না। উনি আজকেও অফিস করেছেন। এর মধ্যে কয়েকদিন মাত্র ছুটি নিয়েছেন। সিবিআই সূত্রে খবর, এব্যাপারে এখনই কিছু বলা সম্ভব নয়।