মোবাইল, টিভিও একঘেয়ে লাগছে! লকডাউনে ওরা তাই 'করোনাসুর বধ' আঁকছে
May 02, 2020, 13:14 PM IST
1/7
প্রীতম দে : লকডাউনে ঘরের বাইরে বেরনোর উপায় নেই। স্কুল নেই। ঘরেও মোবাইল, টিভি দেখে দেখে একঘেয়ে হয়ে গিয়েছে। ছোট ছোট ছেলেমেয়েরা একটু আঁকতে চায়।
2/7
এদিকে ড্রইং খাতার পাতা শেষ। রং শেষ। দোকান বন্ধ। বড়দের বললে বলছে, চাল-ডাল জোটাতে পাগল অবস্থা। তার উপর আবার আঁকার জিনিস! শৈশবের লকডাউন কাটাতে হাজির তাই মেঘদূত।
photos
TRENDING NOW
3/7
মেঘদূত তাঁদের বাহন। আর এই গাড়ি করেই জয়দীপ মুখার্জি ও সগুনা মুখার্জি ছুটে বেড়াচ্ছেন সোনাগাছি থেকে সুন্দরবন। মেঘদূত করে এই দম্পতি শহরাঞ্চল থেকে গ্রামাঞ্চলে নিয়মিতভাবে পৌঁছে দিচ্ছেন ত্রাণ।
4/7
জয়দীপবাবু পেশায় পর্যটন অধিকর্তা। কিন্তু কবে নিজের ব্যবসা ঠিক হবে, তা জানা নেই।
5/7
পুজোর সময় আমেরিকা, ইতালি, ব্রিটেন, স্পেন, ফ্রান্স সব দেশের মানুষকে কলকাতার পুজো দেখার সুযোগ করে দেন তিনি। কিন্তু সেসব এবার কী হবে, তা জানা নেই।
6/7
আপাতত এই দম্পতি শিশুদের হাতে তুলে দিচ্ছেন ক্যানভাস। আঁকতে হবে, 'করোনাসুর বধ'।
7/7
আর সেটাই তাঁরা ইতালি, ফ্রান্স, আমেরিকা, চিন, লন্ডন, স্পেন, জার্মানিতে পৌঁছে দেবেন বলে ঠিক করেছেন।