Angina Pectoris: বুকজ্বালা? অ্যাসিডিটি নাকি হার্টের সমস্যা, বুঝবেন যে ভাবে...
Jun 28, 2022, 16:08 PM IST
1/6
হার্টের সমস্যা
সবসময় যে গ্যাস বা বদহজমের কারণেই হার্ট অ্যাটাক হয়, এমনটা কিন্তু নয়। অনেক সময়ে অ্যানজাইনা পেক্টোরিসের কারণেও হার্ট অ্যাটাক হতে পারে। বুকে ব্যথা যদি খুব চাপ দিয়ে হয় তাহলে বুঝতে হবে এটা গ্যাসের ব্যথা নয়।
2/6
হার্টের সমস্যা
এই অ্যানজাইনা পেক্টোরিস একবারও হতে পারে, আবার একাধিকবারও হতে পারে। ওষুধ এবং জীবনযাত্রার পরিবর্তন এই অবস্থা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে।
photos
TRENDING NOW
3/6
হার্টের সমস্যা
এই রোগ হয়েছে বুঝবেন কী করে? সাধারণত সারা গায়ে জ্বালা, বুকে চাপ ব্যথা অনুভূত হলে বুঝতে হবে এই রোগটি হতে পারে। তবে শুধু বুকেই নয়। হাত, গলা, কাঁধ এবং চোয়ালেও ব্যথা অনুভূত হতে পারে।
4/6
হার্টের সমস্যা
এই রোগের পাঁচ প্রকার রয়েছে। খুব স্ট্রেস, ওষুধের প্রতিক্রিয়ায় এই রোগ হতে পারে। অ্যানজাইনা পেক্টোরিস হলে বমি, পেট ব্যথা, পিঠে ব্যথার মতো সমস্যাও হতে পারে।
5/6
হার্টের সমস্যা
কতক্ষণ থাকে এই লক্ষণ? বেশিরভাগ সময়েই ৩ থেকে ৫ মিনিট থাকে এই ব্যথা। আবার অনেকক্ষণ ১৫ মিনিট পর্যন্ত স্থায়ী হয় এই রোগ।
6/6
তবে সব সময় যে অ্যানজাইনা পেক্টোরিস হলেই হার্ট অ্যাটাক হয় তা নয়। এই রোগ হলে বুঝতে হবে আপনার হার্ট কিন্তু ঝুঁকিতে রয়েছে। তাই অবিলম্বে চিকিৎসার প্রয়োজন।