সালহা-ফিরমিনোতেও শেষ রক্ষা হল না, টানা দ্বিতীয় হার লিভারপুলের

Mar 04, 2020, 13:19 PM IST
1/5

হেরেই চলেছে লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়াটফোর্ডের কাছে হারের পর এবার চেলসির কাছে হারল য়ুর্গেন ক্লপের দল।

2/5

FA কাপের প্রি-কোয়ার্টার ফাইনালে চেলসির কাছে ০-২ গোলে হেরে গেল লিভারপুল।  

3/5

স্ট্যামফোর্ড ব্রিজে উইলিয়ানের গোলে প্রথমে এগিয়ে যায় চেলসি। সবে ১৩ মিনিট ম্যাচ গড়িয়েছে তখন। এরপর দুই দলই একের পর এক আক্রমন চালালেও গোলের দেখা মেলেনি।

4/5

দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে একক দক্ষতায় মাঝ মাঠ থেকে বল নিয়ে গিয়ে চেলসির হয়ে ব্যবধান দ্বিগুন করেন রস বার্কলে। বার্কলের দুরন্ত গতির কাছে পরাস্ত হন ভ্যান ডিক, গোমেজ, উইলিয়ামসরা।

5/5

০-২ গোলে পিছিয়ে পড়ে লিভারপুল পরিবর্ত হিসেবে সালহা -ফিরমিনহোরা নেমেও ম্যাচের রঙ বদলাতে পারেননি। লিভারপুলকে হারিয়ে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের চেলসি।