1/6
নিজস্ব প্রতিবেদন: নতুন অর্থবর্ষে পয়লা এপ্রিল থেকেই এমন একাধিক পরিবর্তন আসতে চলেছে যার ফলে মধ্যবিত্তের পকেটে টান পড়তে পারে। রান্নার গ্যাসের দাম, ব্যাঙ্কিং, ইপিএফে বিনিয়োগ অনুযায়ী আয়কর বিধি, টিডিএস/টিসিএস কাটার নিয়ম ইত্যাদি ক্ষেত্রে পরিবর্তন আসবে। যার ফলে নতুন অর্থবর্ষে মুদ্রাস্ফীতি দেখা দিতে পারে বলে আশঙ্কা রয়েছে।
2/6
১) রান্নার গ্যাস সিলিন্ডারের দাম
photos
TRENDING NOW
3/6
২) টিডিএস
4/6
৩) ইপিএফে বিনিয়োগ
5/6
৪) ব্যাঙ্ক সংযুক্তিকরণ
পয়লা এপ্রিল থেকেই ব্যাঙ্ক সংযুক্তিকরণ হতে চলেছে। দেনা ব্যাঙ্ক, বিজয়া ব্যাঙ্ক, কর্পোরেশন ব্যাঙ্ক, অন্ধ্র ব্যাঙ্ক, ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স, ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এলাহাবাদ ব্যাঙ্ক- এই সাতটি ব্যাঙ্কে যদি আপনার একাউন্ট থেকে থাকে তবে পয়লা এপ্রিল থেকেই পাসবুক,চেকবুক বাতিল হয়ে যাবে। সেক্ষেত্রে শীঘ্রই ব্যাঙ্কে আবেদন করে নতুন ব্যাঙ্কের পাসবই ও চেকবইয়ের জন্য আবেদন করতে হবে।
6/6
৫) LTC বা লিভ ট্রাভেল কনসেশন
photos