Govt Rule Changed: মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ থেকে এলপিজির দাম, আজ থেকে লাগু হল এইসব নতুন নিয়ম

May 01, 2023, 15:01 PM IST
1/5

আজ মে দিবস থেকেই বদল হচ্ছে বেশকিছু নিয়ম। জিএসটির হার থেকে এটিএম-এ টাকা তোলা, একাধিক বিষয় রয়েছে এক্ষেত্রে। এর সরাসরি প্রভাব রয়েছে  আম জনতার জীবনে।

2/5

জিএসটি

জিএসটি

ব্যবসায়  একশো কোটি বা তার উপরে লেনদেন হলে তা আপলোড করতে হবে ইনভয়েস রেজিস্ট্রেশন পোর্টালে। ইনভয়েস ইস্যু হওয়ার ৭ দিনের মধ্যে তা পোর্টালে আপলোড করতে হবে। আগে আপলোড করার কোনও সময়সীমা ছিল না।

3/5

মিউচুয়াল ফান্ড

মিউচুয়াল ফান্ড

মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলিকে সেবি জানিয়ে দিয়েছে, গ্রাহকরা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে তা ই-ওয়ালেট থেকে করতে হবে। এই নিয়ম চালু হচ্ছে আজ থেকেই। 

4/5

এলপিজি

এলপিজি

দাম কম বাণিজ্যিক এলপিজির। এই সিলিন্ডারের দাম কমছে ১৭১.৫০ টাকা। গত মাসে ১৯ কোটি সিলিন্ডারের দাম কমেছিল ৯১ টাকা। 

5/5

পিএনবি ব্যাঙ্কের নিয়ম

পিএনবি ব্যাঙ্কের নিয়ম

অ্যাকাউন্টে টাকা নেই অথচ লেনেদের চেষ্টা করছেন। এটিএম-এ এরকম করলে পিএনপি ব্যাঙ্কের গ্রাহকদের প্রতি লেনদেন জিএসটি-সহ ১০ টাকা জরিমানা হবে।