চ্যাম্পিয়ন্স লিগে কঠিন পরীক্ষা: শেষ চারে মেসি বনাম রোনাল্ডো না রিয়াল বনাম বার্সা?

Jul 10, 2020, 18:33 PM IST
1/8

 চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় এখনও একটি করে ম্যাচ বাকি রয়েছে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ম্যাঞ্চেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ, জুভেন্টাসের মতো হেভিওয়েট দলগুলোর।  সেই পরীক্ষায় পাস করতে পারলেই কোয়ার্টার ফাইনালে ফের কঠিন পরীক্ষার সামনে পড়তে হতে পারে তাদের। 

2/8

চ্যাম্পিয়ন্স লিগের প্রথম কোয়ার্টার ফাইনাল:   রিয়াল মাদ্রিদ- ম্যাঞ্চেস্টার সিরির মধ্যে জয়ী দল বনাম জুভেন্টাস-লিঁও-র জয়ী দলের মধ্যে।       প্রথম লেগে রিয়াল ঘরের মাঠে ২-১ গোলে পিছিয়ে আছে ম্যান সিটির কাছে।  অন্যদিকে লিঁওর বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ০-১ গোলে হেরেছে জুভেন্টাস।  তাই শেষ আটে রিয়াল বনাম জুভেন্টাস কিংবা ম্যান সিটি বনাম জুভেন্টাসের লড়াই দেখা যেতে পারে। 

3/8

চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল: আরবি লাইপজিগ বনাম অ্যাটলেটিকো মাদ্রিদ

4/8

চ্যাম্পিয়ন্স লিগের তৃতীয় কোয়ার্টার ফাইনাল:  বার্সোলান-নাপোলি ম্যাচের জয়ী দল বনাম বায়ার্ন মিউনিখ-চেলসি ম্যাচের জয়ী দল     প্রথম লেগে বার্সেলোনা-নাপোলি ১-১ গোলে ম্যাচ শেষ হয়। অন্যদিকে চেলসিকে প্রথম লেগে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের দিকে এক পা বাড়িয়েই রেখেছে বায়ার্ন।  শেষ আটে তাই বায়ার্ন বনাম বার্সার লড়াই দেখার সম্ভবনাই বেশি। 

5/8

 চ্যাম্পিয়ন্স লিগের চতুর্থ কোয়ার্টার ফাইনাল:  পিএসজি বনাম আটলান্টা  

6/8

সেমি ফাইনালের লড়াইয়ে মুখোমুখি হবে - প্রথম ও তৃতীয় কোয়ার্টার ফাইনালের জয়ী এবং দ্বিতীয় ও চতুর্থ কোয়ার্টার ফাইনালের জয়ী দল।  সেক্ষেত্রে  দ্বিতীয় সেমি ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদ বনাম পিএসজি হওয়ার সম্ভাবনাই বেশি। 

7/8

কিন্তু প্রথম সেমি ফাইনালে হয় রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা এল ক্লাসিকো কিংবা মেসি বনাম রোনাল্ডোর মুখোমুখি লড়াই।

8/8

করোনা ভাইরাসের কারণে প্রতিটা ম্যাচই হবে দর্শকশূন্য স্টেডিয়ামে পর্তুগালে জানিয়ে দিয়েছে ইউয়েফা।