Onion Price: মাত্র ২৫ টাকা কেজি, আগামিকাল থেকে কম দামে পেঁয়াজ বিক্রি শুরু করছে সরকার

Aug 20, 2023, 20:12 PM IST
1/5

পেঁয়াজের দাম ক্রমশ মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে যাচ্ছে। কোথাও ৪০ টাকা, কোথাও তার থেকেও বেশি। পরিস্থিতি সামাল দিতে এবার ময়দানে নামছে কেন্দ্র।

2/5

বিভিন্ন সরকারি আউটলেটে এবার ২৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করবে কেন্দ্র। আগামিকাল থেকে তা বিক্রি শুরু হবে দিল্লিতে।

3/5

কম দামের ওই পেঁয়াজ বিক্রি করবে ন্যাশনাল কোঅপারেটিভ কনজিউমারস ফেডারেশন অব ইন্ডিয়া লিমিটেড(NCCF)। সংস্থাটি ইতিমধ্যেই কম দামে টমেটো বিক্রি শুরু করেছে।

4/5

কেন্দ্রের কনজিউমার্স অ্যাফেয়ার্স মন্ত্রকের তরফে বলা হয়েছে, সরকার এবার ভার্তুকিতে ৫ লাখ মেট্রিক টন পেঁয়াজ বিক্রির লক্ষ্যমাত্রা স্থির করেছে। তার মধ্যে সরকার ইতিমধ্যেই ৩ লাখ মেট্রিক টন পেঁয়াজ কিনেছে। পাশাপাশি এনসিসিএফ ও এনএএফইডি-র মতো সংস্তাকে ২ লাখ মেট্রিক টন পেঁয়াজ কিনতে নির্দেশ দিয়েছে।

5/5

এনসিসিএফের ডিরেক্টর অ্যানিস জোসেফ চন্দ্র সংবাদমাধ্যমে জানিয়েছেন, আমরা কম দামে দিল্লিতে পেঁয়াজ বিক্রি শুরু করব। মোবাইল ভ্য়ান ও আমাদের রিটেল আউটলেটে ওই পেঁয়াজ বিক্রি হবে ২৫ টাকা কেজি দরে।