DA: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বড় খবর, দীপাবলির আগেই বাড়ছে ডিএ

Oct 14, 2024, 15:20 PM IST
1/5

কত শতাংশ বাড়তে পারে

কত শতাংশ বাড়তে পারে

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ডিএ ঘোষণা করতে চলেছে কেন্দ্র সরকার। সূত্রের খবর ৩ শতাংশ ডিএ ঘোষণা করতে পারে কেন্দ্র সরকার।

2/5

কবে ঘোষণা

কবে ঘোষণা

মনে করা গত ৯ অক্টোবর হচ্ছিল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এনিয়ে  কোনও সিদ্ধান্ত হবে। মনে করা হচ্ছে ৩১ অক্টোবর দীপাবলির আগেই ডিএ ঘোষণা করে দিতে পারে সরকার।

3/5

কীভাবে ডিএ ঠিক হয়

কীভাবে ডিএ ঠিক হয়

বাজার দর বাড়ার উপরে নির্ভর করে ডিএ বৃদ্ধি। এর জন্য সরকার নির্ভর করে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্সের উপরে। বছরে দুবার ডিএ নিয়ে সিদ্ধান্ত নেয় সরকার।

4/5

ডিএর হার

ডিএর হার

বর্তমান কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ডিএ পান ৫০ শতাংশ। এখন তা ৩ শতাংশ বাড়ালে তা দাঁড়াবে ৫৩ শতাংশে।

5/5

কবে থেকে কার্যকর

কবে থেকে কার্যকর

সরকার যদি ডিএ বৃদ্ধি করে তা কার্যকর হবে ১ জুলাই ২০২৪ থেকে। এতে উপকৃত হবেন কেন্দ্রীয় সরকারের ১ কোটিরও বেশি কর্মচারী ও পেনশন ভোগী।