সপ্তম বেতন কমিশনের সুপারিশ ছাড়িয়ে বেতন বাড়ছে কেন্দ্রের চাকরিজীবীদের

Mar 10, 2018, 21:26 PM IST
1/8

seventh increase

সপ্তম বেতন কমিশনের সুপারিশ ছাড়িয়ে মাইনে বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের।

আবারও মাইনে বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। সপ্তম বেতন কমিশনের সুপারিশ ছাড়িয়ে মাইনে বাড়ছে তাঁদের। কর্মীদের দাবি মেনেই কেন্দ্রীয় সরকার এই ঘোষণা করতে চলেছে বলে খবর।    

2/8

seventh pay commission

২০১৬ সালেই কার্যকর হয়েছিল সপ্তম বেতন কমিশনের সুপারিশ। তবে বেতন আরও বাড়ানোর দাবি করছিলেন কেন্দ্রীয় সরকারি চাকরিজীবীরা।

২০১৬ সালেই কার্যকর হয়েছিল সপ্তম বেতন কমিশনের সুপারিশ। তবে বেতন আরও বাড়ানোর দাবি করছিলেন কেন্দ্রীয় সরকারি চাকরিজীবীরা। 

3/8

new salary

বেতনবৃদ্ধির দাবি এবার মিটতে চলেছে। নতুন আর্থিক বছর থেকেই তা কার্যকর হতে চলেছে।

বেতনবৃদ্ধির দাবি এবার মিটতে চলেছে। নতুন আর্থিক বছর থেকেই তা কার্যকর হতে চলেছে।

4/8

2016 7th pay commission

২০১৬ সালে সপ্তম বেতন কমিশনের সুপারিশের জেরে বেসিক মাইনে বেড়ে হয়েছিল ১৮০০০ টাকা।

২০১৬ সালে সপ্তম বেতন কমিশনের সুপারিশের জেরে বেসিক মাইনে বেড়ে হয়েছিল ১৮০০০ টাকা। 

5/8

strike

 যদিও খুশি হননি কর্মীরাও। আরও বেতন বৃদ্ধির দাবি জানিয়েছিলেন তাঁরা। ২০১৬ সালে ধর্মঘটও ডেকেছিল শ্রমিক সংগঠনগুলি।

যদিও খুশি হননি কর্মীরাও। আরও বেতন বৃদ্ধির দাবি জানিয়েছিলেন তাঁরা। ২০১৬ সালে ধর্মঘটও ডেকেছিল শ্রমিক সংগঠনগুলি।

6/8

agitation

 কেন্দ্রীয় সরকারি কর্মীদের দাবি বেসিক বেতন বাড়িয়ে প্রতি মাসে ২৬০০০ টাকা করা হোক।

কেন্দ্রীয় সরকারি কর্মীদের দাবি বেসিক বেতন বাড়িয়ে প্রতি মাসে ২৬০০০ টাকা করা হোক।   

7/8

basic

জানা গিয়েছে, দাবি মেনে বেসিক মাইনে বাড়িয়ে ২১,০০০ টাকা করতে পারে কেন্দ্র।

জানা গিয়েছে, দাবি মেনে বেসিক মাইনে বাড়িয়ে ২১,০০০ টাকা করতে পারে কেন্দ্র।

8/8

new structure

আগামী ১ এপ্রিল থেকে চালু হচ্ছে নতুন বেতন কাঠামো। বর্ধিত বেতন পাবেন কেন্দ্রীয় সরকারি চাকরিজীবীরা।

আগামী ১ এপ্রিল থেকে চালু হচ্ছে নতুন বেতন কাঠামো। বর্ধিত বেতন পাবেন কেন্দ্রীয় সরকারি চাকরিজীবীরা।