আবারও মাইনে বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। সপ্তম বেতন কমিশনের সুপারিশ ছাড়িয়ে মাইনে বাড়ছে তাঁদের। কর্মীদের দাবি মেনেই কেন্দ্রীয় সরকার এই ঘোষণা করতে চলেছে বলে খবর।
2/8
seventh pay commission
২০১৬ সালেই কার্যকর হয়েছিল সপ্তম বেতন কমিশনের সুপারিশ। তবে বেতন আরও বাড়ানোর দাবি করছিলেন কেন্দ্রীয় সরকারি চাকরিজীবীরা।
photos
TRENDING NOW
3/8
new salary
বেতনবৃদ্ধির দাবি এবার মিটতে চলেছে। নতুন আর্থিক বছর থেকেই তা কার্যকর হতে চলেছে।
4/8
2016 7th pay commission
২০১৬ সালে সপ্তম বেতন কমিশনের সুপারিশের জেরে বেসিক মাইনে বেড়ে হয়েছিল ১৮০০০ টাকা।
5/8
strike
যদিও খুশি হননি কর্মীরাও। আরও বেতন বৃদ্ধির দাবি জানিয়েছিলেন তাঁরা। ২০১৬ সালে ধর্মঘটও ডেকেছিল শ্রমিক সংগঠনগুলি।
6/8
agitation
কেন্দ্রীয় সরকারি কর্মীদের দাবি বেসিক বেতন বাড়িয়ে প্রতি মাসে ২৬০০০ টাকা করা হোক।
7/8
basic
জানা গিয়েছে, দাবি মেনে বেসিক মাইনে বাড়িয়ে ২১,০০০ টাকা করতে পারে কেন্দ্র।
8/8
new structure
আগামী ১ এপ্রিল থেকে চালু হচ্ছে নতুন বেতন কাঠামো। বর্ধিত বেতন পাবেন কেন্দ্রীয় সরকারি চাকরিজীবীরা।