বিপজ্জনকভাবে পৃথিবীতে বাড়ছে তাপমাত্রা, নিঃশ্বাসের সঙ্গে ঢুকছে বিষ!

Jun 09, 2021, 18:39 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: ৫০% বেড়ে গিয়েছে কার্বন ডাই অক্সাইডের মাত্রা। বিপজ্জনক অবস্থা বাতাসের। প্রতি মুহূর্তে আমাদের শরীরে নিঃশ্বাসের সঙ্গে ঢুকছে বিষ। মে মাসে বায়ু দূষণের মাত্রা বিপদসীমায় পৌঁছে গিয়েছে বলে জানাচ্ছে ন্যাশেনাল ওসিয়ানিক অ্যান্ড অ্যাটমস্ফিয়ারিক অ্যাডমিনিস্টেশনের গবেষকদের একাংশ। 

2/5

পূর্বের ২০০ বছরে বাতাসে বাতাস দূষিত হয়েছিল ২৫ %। এর পরবর্তী ৩০ বছরে বায়ু দূষণ বেড়েছে ৫০%। এই দূষণ সম্পূর্ণটাই মানুষের তৈরি বলেই জানাচ্ছে গবেষকরা। 

3/5

গতবছর বিশ্ব জুড়ে চলা লকডাউনে, বাতাসের অবস্থা ক্রমশ উন্নত হচ্ছিল। স্বচ্ছ হয়ে উঠেছিল নদীর জল থেকে বাতাস। কিন্তু লকডাউন উঠতেই আবারও দূষিত হতে শুরু করে পরিবেশ। ২০২১ সালে মে মাসে বাতাসে বেড়েছে গ্রিন হাউজ গ্যাসের পরিমাণ ও কার্বন ডাই অক্সাইডের পরিমাণ। 

4/5

গাড়ি কলকারখানা থেকে নির্গত ধোঁয়া নয়, নির্মাণ কাজ থেকেও দূষিত হচ্ছে বায়ু। ভাসমান ধূলিকণা এবং অতি সুক্ষ্ম ধূলিকণায় ভরে উঠেছে বাতাস। যার ফলে বাতাসে বাড়ছে নাইট্রোজেন-ডাই-অক্সাইডের পরিমাণ। 

5/5

কার্যত এই দূষণে পৃথিবীর তাপমাত্রা বাড়তে শুরু করেছে। বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুযায়ী, সূর্যের তাপ বায়ুমণ্ডল ভেদ করে পৃথিবীতে আসে এবং পৃথিবীপৃষ্ঠকে উত্তপ্ত করে।  কিন্তু সেই তাপ আর ফিরে যেতে পারে না। বাতাসে থাকা কার্ন ডাই অক্সাইড শুষে নেয়। গরম বাড়তে থাকে। তাই কার্বন ডাই অক্সাইড বাড়তে থাকায় পৃথিবীতে তাপমাত্রা বাড়ছে ।