EXPLAINED | Can India Qualify For The WTC Final: গাবায় ড্র করল ভারত, আদৌ ফাইনালে যেতে পারবে! আর কি কোনও আশা অবশিষ্ট আছে?

Can India Qualify For The WTC Final: গাবায় ড্র করার পর ভারত কি আদৌ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যেতে পারবে? 

Dec 18, 2024, 16:26 PM IST
1/5

ভারত-অস্ট্রেলিয়া, তৃতীয় টেস্ট ব্রিসবেন

Australia vs India, 3rd Test at Brisbane

ভারত-অস্ট্রেলিয়া চলতি পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের ফল এখন ১-১‍। বৃষ্টিবিঘ্নিত ব্রিসবেনে তৃতীয় টেস্ট ড্র হয়ে গিয়েছে। এখন প্রশ্ন গাবায় ড্র করে ভারতের কি আদৌ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যেতে পারবে?   

2/5

এই মুহূর্তে ভারতের ডব্লিউটিসি পয়েন্ট পার্সেন্টেজ

Team India WTC PCT

গাবায় ড্র করে ভারতের ডব্লিউটিসি পয়েন্ট শতাংশ (পিসিটি) ৫৭.২৯% থেকে ৫৫.৮৮%-তে নেমে এল! দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার পিছনে তিনেই থাকল ভারত। অস্ট্রেলিয়ারও ওদিকে ডব্লিউটিসি পয়েন্ট শতাংশ ৬০.৭১% থেকে ৫৮.৮৮% হল। লর্ডসের গেটপাস পাওয়া থেকে দক্ষিণ আফ্রিকা আর এক টেস্ট দূরে। ফলে ফাইনালে যাওয়ার লড়াইয়ে ভারত-অস্ট্রেলিয়া।    

3/5

ভারতের আশা-আকাঙ্খা

Team India Hope

ফাইনালের টিকিট কনফার্ম করার জন্য রোহিত শর্মার দলের কাছে বর্তমান ডব্লিউটিসি চক্রে, আর মাত্র দুটি টেস্ট রয়েছে। ভারতের প্রধান প্রতিদ্বন্দ্বী, দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার কাছে কিন্তু আরও একটি সিরিজ রয়েছে! দক্ষিণ আফ্রিকায় পাকিস্তান খেলতে আসবে। আর ওদিকে অস্ট্রেলিয়া যাবে শ্রীলঙ্কায়।    

4/5

ভারত কি ডব্লিউটিসি ফাইনালের যোগ্যতা অর্জন করতে পারবে?

  Can India Qualify For The WTC Final

ভারতকে ফাইনালে যেতে হলে, অস্ট্রেলিয়া বিরুদ্ধে চলতি সিরিজের শেষ দু'টি টেস্টের একটিতেও হারা যাবে না। ভারত একটি ড্র করতে পারে। তবে হার কিছুতেই নয়। গাবা টেস্টে ড্রয়ের পরে সর্বাধিক ১৩৮ পয়েন্ট পেতে পারে। মেলবোর্ন এবং সিডনিতে পরের দুটি টেস্ট জিতলে ৬০.৫২% পিসিটি-তে যেতে পারে। যা অস্ট্রেলিয়ার নাগালের বাইরে চলে যাবে। ভারতকে দুরন্ত ক্রিকেট খেলেই সিরিজ ৩-১ শেষ করতে হবে।  

5/5

অস্ট্রেলিয়া কি ডব্লিউটিসি ফাইনালের যোগ্যতা অর্জন করতে পারবে?

Can Australia Qualify For The WTC Final

ভারত যদি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাকি দুটি টেস্টই জিততে পারে, তাহলে তাদের পিসিটি ৬০.৫২% হবে। এমনকী শ্রীলঙ্কার বিরুদ্ধে ২-০ টেস্ট সিরিজ জিতলেও অস্ট্রেলিয়া ধরতে পারবে না ভারতকে। অন্য়দিকে ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি টেস্ট জিতে ও একটি ড্র করেও ফাইনালে যেতে পারে। তবে তার জন্য় শ্রীলঙ্কাকে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি ম্য়াচ ড্র করতেই হবে। ওদিকে ভারত যদি একটি টেস্ট হারে তাহেল তাদের তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কার দিকে। শ্রীলঙ্কা যদি ২-০ অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়ে তাহলে অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে যাবে ফাইনালের লড়াই।