Bullet Train: কবে থেকে চলবে বুলেট ট্রেন, জানালেন রেলমন্ত্রী

Nov 30, 2023, 11:58 AM IST
1/5

মুম্বই থেকে আহমেদাবাদ পর্যন্ত দেশের প্রথম বুলেট ট্রেন দৌড়নোর কথা ছিল। কিন্তু জমি অধিগ্রহণ-সহ একাধিক কারণে পিছিয়ে যাচ্ছে বুলেট ট্রেনের লাইন পাতার কাজ।

2/5

এবার ভালো খবর দিলেনে রেলমন্ত্রী। মুম্বই-আহমেদাবাদ রুটের ৫০ কিলোমিটার পথের কাজে শেষ হয়ে যাবে ২০২৬ সালের আগস্টেই।

3/5

ওই পথটি হল সুরাত থেকে বিলিমোরা পর্যন্ত। এমনটাই জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।  

4/5

গতকাল রেলের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলেন বৈষ্ণব। তখনই তিনি বলেন, গোটা দেশের রেল নেটওয়ার্কের জন্য একাধিক ব্যবস্থা করা হচ্ছে। এর মধ্যে একটি হল দুর্ঘটনা রক্ষায় কবচ সিস্টেম। ট্রেনের সঙ্গে হাতির ধাক্কা রুখতে তৈরি হচ্ছে গজরাজ নামে একটি সিস্টেম।  

5/5

রেলমন্ত্রী বলেন, করোনা অতিমারির পর ট্রেনের সংখ্যা বাড়ানো হয়েছে। অতিমারির পর মেল ও এক্সপ্রেস ট্রেনের সংখ্য়া ১৭৬৮ থেকে বাড়িয়ে করা হয়েছে ২১২৪। শহরতলির ট্রেনের সংখ্যা ৫৬২৬ থেকে বাড়িয়ে করা হয়েছে ৫৭৭৪। প্য়াসেঞ্জার ট্রেনের সংখ্যা ২৭৯২ থেকে বাড়িয়ে করা হয়েছে ২৮৫৬।