BUDGET 2019 : দেশের সুরক্ষা জোর মোদী সরকারের, বাড়ল প্রতিরক্ষা বাজেট

Feb 01, 2019, 17:40 PM IST
1/4

দেশের সুরক্ষা

BUDGET 2019 : দেশের সুরক্ষা জোর মোদী সরকারের, বাড়ল প্রতিরক্ষা বাজেট

দেশের সুরক্ষায় গাফিলতি করতে চায় না মোদী সরকার। তাই এবার প্রতিরক্ষা খাতে বাজেট বরাদ্দ এবার অনেকটাই বাড়ানো হল।

2/4

রেকর্ড বরাদ্দ

BUDGET 2019 : দেশের সুরক্ষা জোর মোদী সরকারের, বাড়ল প্রতিরক্ষা বাজেট

শুক্রবার লোকসভায় ২০১৯-২০ সালের অন্তর্বর্তী বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী পীযূষ গোয়েল জানালেন, প্রতিরক্ষা খাতে সরকার ৩ লক্ষ কোটি টাকার বেশি বরাদ্দ করা হচ্ছে।

3/4

গতবারের বরাদ্দ

BUDGET 2019 : দেশের সুরক্ষা জোর মোদী সরকারের, বাড়ল প্রতিরক্ষা বাজেট

গতবার বাজেটে এই বরাদ্দ করা হয়েছিল ২ লক্ষ ৮৩ হাজার কোটি টাকার কিছু বেশি। পরে সেটা আরও ৩ হাজার কোটি টাকা বাড়ানো হয়েছিল।

4/4

ওআরওপি

BUDGET 2019 : দেশের সুরক্ষা জোর মোদী সরকারের, বাড়ল প্রতিরক্ষা বাজেট

সেনাবাহিনীর জন্য মোদী জমানাতেই চালু হয়েছে ওয়ান ব়্যাঙ্ক, ওয়ান পেনশন। এর জন্য প্রায় ৩৫ হাজার কোটি টাকা খরচ করা হয়েছে। এই বিষয়টি প্রায় ৪০ বছর ধরে আটকে ছিল। এই তথ্যগুলির উল্লেখ ছিল পীযূষ গোয়েলের বাজেট বক্তৃতায়।