Parineeti Chopra| Priyanka Chopra: ‘মিমি দিদি, ব্রাইডসমেডের দায়িত্ব...’ হবু কনে পরিণীতি লিখলেন দিদি প্রিয়াঙ্কাকে...

Parineeti Chopra| Priyanka Chopra: পরিবারের লোক ও কাছের বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়ে শনিবার আংটি বদল করেন পরিণীতি চোপড়া ও আপ নেতা রাঘব চাড্ডা। তাঁদের বাগদানের অনুষ্ঠানে উপস্থিত থাকতে সুদূর আমেরিকা থেকে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। এবার দিদিকে নয়া দায়িত্ব দিলেন তিশা।

| May 16, 2023, 21:04 PM IST
1/6

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শনিবার ছিল রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়ার আংটি বদল অনুষ্ঠান।  

2/6

দিল্লি মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বলিউডের তারকা, বাগদানের অনুষ্ঠান ছিল তারকার হাট।  

3/6

এদিন পরিণীতি পরেছিলেন ডিজাইনার মণীশ মালহোত্রার পোশাক। প্যাস্টেল রঙের পোশাকে এদিন নজর কাড়েন লাভ কাপল।  

4/6

আংটি বদলের সেই ছবি পোস্ট করে হবু বর-কনেকে শুভেচ্ছা জানালেন পরিণীতির দিদি প্রিয়াঙ্কা চোপড়া।  

5/6

পরিণীতির আংটি বদলের অনুষ্ঠানে যোগ দিতেই ভারতে এসেছিলেন প্রিয়াঙ্কা। এদিন তাঁকে দেখা গেল ফ্লুরোসেন্ট রঙের পোশাকে।  

6/6

প্রিয়াঙ্কার পোস্টে পরিণীতি তাঁকে মনে করিয়ে দেন যে, সামনে তাঁর আরও দায়িত্ব। ব্রাইডসমেডের দায়িত্ব নিতে হবে তাঁকেই। শোনা যাচ্ছে অক্টোবরেই সাত পাকে বাঁধা পড়বেন রাঘব ও পরিণীতি।