সন্তানদের ব্রেস্টফিড করাননি! তাহলে জেনে নিন এই তথ্য

Nov 08, 2018, 18:56 PM IST
1/5

S 5

S 5

আধুনিক মহিলাদের অনেকের মধ্যেই সন্তানদের বুকের দুধ পান করাতে অনীহা লক্ষ্য করা যায়। কিন্তু একটি সমীক্ষা বলছে যেসব মহিলারা সন্তানদের বুকের দুধ দিয়ে থাকেন, মেনোপজের পর তাদের হৃদরোগের সম্ভাবনা অনেকটাই কম থাকে।

2/5

S 4

S 4

ইউনিভার্সিটি অব কানসাস স্কুল অব মেডিসিনের একটি গবেষণায় দেখা যাচ্ছে ব্রেস্ট ফিডিংয়ের সঙ্গে হৃদরোগের একটা যোগাযোগ রয়েছে। ৬৫ বছরের বেশি মহিলাদের মধ্যে হৃদরোগের অন্যতম ৪টি কারণের মধ্যে মধ্যে এটি একটি।

3/5

S 3

S 3

সাড়ে বারো বছর ধরে ৮০,১৯০ জন ৬৩ বছরের বেশি মহিলার ওপরে ওই গবেষণা চালানো হয়। এদের সবারই কমপক্ষে একটি সন্তান ছিল এবং এদের মধ্যে ৫৮ শতাংশ সন্তানদের ব্রেস্ট ফিডিং করিয়েছিলেন।

4/5

S 2

S 2

ওইসব মহিলাদের মধ্যে থেকে পাওয়া পরিসংখ্যান পর্যালোচনা করে দেখা যায় যেসব মহিলারা সন্তানদের ব্রেটফিড করিয়েছেন তাদের মধ্যে হৃদরোগের প্রভাব যারা তা করাননি তার থেকে ২৩ শতাংশ কম।

5/5

s 1

s 1

গবেষণায় দেখা গিয়েছে যেসব মহিলারা নূন্যতম ১-৬ মাস সন্তানদের বুকের দুধ পান করিয়েছেন তাদের মধ্যে হৃদরোগের সম্ভাবনা ১৯ শতাংশ কম।