ত্রিকোণ প্রেম! সোমরাজ ও আয়ুশীর প্রেমে তৃতীয় ব্যক্তি বনি!

| Nov 26, 2021, 18:42 PM IST
1/6

আম্রপালি

Amrapali

নিজস্ব প্রতিবেদন: ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে রাজা চন্দের আগামী ছবি আম্রপালি। রিয়েল লাইফ প্রেমিক প্রেমিকা সোমরাজ ও আয়ুশী এই প্রথম জুটি বেঁধেছে ছবিতে।   

2/6

তৃতীয় ব্যক্তি

Third Person

পর্দায় ত্রিকোণ প্রেমে সোমরাজ ও আয়ুশীর সঙ্গে রয়েছেন বনি সেনগুপ্তও।   

3/6

রাজনীতির প্রেক্ষাপটে

on political background

প্রেমের পাশাপাশি এই ছবির অন্যতম প্রেক্ষাপট রাজনীতি। চিত্রনাট্যে সোমরাজের বাবা চান তাঁর ছেলে গ্রামে গিয়ে রাজনীতির ভিতটা মজবুত করুক।   

4/6

ছবির গল্প

Story

একজন সৎ এবং সম্মানীয় মাস্টার মশাইয়ের কাছে ছেলে জীবনে এগিয়ে চলার সঠিক দিশা পান, সেটাই চায় বাবা। বাকিটা চমক।   

5/6

শুটিং ফ্লোর থেকে

Shooting

সম্প্রতি বোলপুরে শুট হল এই ছবির কিছু অংশের। আম্রপালি গাছের নার্সারিকে কেন্দ্র করে এগিয়েছে ছবির গল্প।   

6/6

বনি সেনগুপ্ত

Bonny Sengupta

বনিকে দেখা যাবে একেবারে অন্যধরনের একটি চরিত্রে।