First Mother's day: প্রথম 'মাদার্স ডে' উদযাপনে আলিয়া-সোনম-বিপাশা...

Happy Mother's Day 2023: মে মাসের  দ্বিতীয় রবিবার 'মাদার্স ডে' বা 'মাতৃদিবস' হিসেবে পালন করা হয়। এই বছর সেই তারিখ ১৪ মে। এদিন সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে থাকে মায়ের সঙ্গে কাটানো আদুরে মুহূর্তের ছবি। সম্প্রতি মা হয়েছেন বেশ কিছুজন বলি অভিনেত্রী। এবছর প্রথম 'মাদার্স ডে' তে ফ্রেমবন্দি হলেন তাঁরা।

May 14, 2023, 19:09 PM IST
1/5

প্রথম 'মাদার্স ডে'

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০২২ সালে গাঁটছড়া বেঁধেছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট (Alia Bhatt)। আগের বছরের নভেম্বর মাসে শিশুকন্যা রাহার জন্ম দিয়ে মা হয়েছেন আলিয়া। এবছর অভিনেত্রীর প্রথম 'মাদার্স ডে'। 

2/5

প্রথম 'মাদার্স ডে'

বিপাশা বসু (Bipasha Basu): নভেম্বরের ২২ তারিখ বিপাশা বসু তাঁর কন্যা সন্তান দেবী বসু সিংহর জন্ম দেন। বিপাশা বসু ও করণ সিংহের আদরের 'দেবীর' ছবি মাঝেমধ্যেই দেখা যায় সমাজ মাধ্যমে। এদিন ইনস্টাগ্রামে কন্যা সন্তানের ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন "মা হতে পারাটা আমার কাছে সর্বশ্রেষ্ঠ অনুভূতি।"  

3/5

প্রথম 'মাদার্স ডে'

সোনম কাপুর (Sonam Kappor): গত বছরের মার্চ মাসে সোনম কাপুর নিজের মা হওয়ার খবর জানান। আনন্দ আহুজা ও সোনম কাপুর নিজেদের পুত্র সন্তানের নাম দেন বায়ু কাপুর আহুজা। এবছর অভিনেত্রীর প্রথম মাতৃদিবস। মাঝেমধ্যেই নিজের সন্তানের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিনেত্রী।

4/5

প্রথম 'মাদার্স ডে'

কাজল আগরওয়াল (Kajal Aggarwal): অভিনেত্রী কাজল আগরওয়াল তাঁর পুত্রসন্তানের জন্ম দেন গত বছরের এপ্রিল মাসে। নিজেদের পুত্রসন্তানের ছবি প্রায়শই সমাজমাধ্যমে পোস্ট করেন তিনি।

5/5

প্রথম 'মাদার্স ডে'

গওহর খান (Gauahar Khan): বিগ বস সিজন ৭-এর বিজয়ী গওহর খান সম্প্রতি মা হয়েছেন। মে মাসের দশ তারিখে পুত্রসন্তানের মা হয়েছেন তিনি। এ বছর তাঁর প্রথম 'মাদার্স ডে'।