ববি রাজদূত! ঋষি কাপুরের জন্যই সেই সময় জনপ্রিয় হয়েছিল এই মোটরসাইকেল, জানেন কি?

May 01, 2020, 16:57 PM IST
1/5

ববি রাজদূত

ববি রাজদূত

Rajdoot GTS 175. যে মোটরসাইকেলের কি না শুধুমাত্র একটা সিনেমার জন্য নামটাই বদলে গেল। হয়ে গেল ববি রাজদূত। এসকর্টস গ্রুপের এই মডেল সেই সময় জনপ্রিয় করে দিয়েছিলেন ঋষি কাপুর। 

2/5

ববি রাজদূত

ববি রাজদূত

সাতের দশকে ভারতের টু হুইলারের বাজার ধরতে চেয়েছিল এসকর্টস। তারা গাঁটছড়া বেঁধেছিল পোলিস সংস্থা এসএইচএল—এর সঙ্গে। গাঁটছড়া বাধার পর প্রথম মডেল ববি রাজদূত। আর প্রথম মডেলেই বাজিমাত।

3/5

ববি রাজদূত

ববি রাজদূত

ববি সিনেমায় ঋষি কাপুরকে এই মোটরসাইকেল চালাতে দেখে যুবসমাজ যেন মাতোয়ারা হয়েছিল। ঘরে ঘরে চলে এসেছি্‌ল ববি রাজদূত। বিজ্ঞাপনী প্রচারও হয়তো এই মডেলকে এতটা প্রোমোট করতে পারত না! 

4/5

ববি রাজদূত

ববি রাজদূত

১৭৩ সিসির এি মোটরসাইকেল ছিল টু স্ট্রোক। 7.5 bhp & 12.7 Nm শক্তি ছিল এই মোটরসাইকেলে। বসার সিট তেমন আরামদায়ক ছিল না। তবুও ববি রাজদূত—এর জনপ্রিয়তা ছিল তুঙ্গে। 

5/5

ববি রাজদূত

ববি রাজদূত

ববি সিনেমায় ডিম্পল কপাডিয়াকে পিলিয়ন সিটে বসিয়ে ববি রাজদূত চালিয়েছিলেন ঋষি কাপুর। ভারতীয় সিনেমার ইতিহাসে ওই সিন এখনও আইকনিক হয়ে রয়েছে।