অমিত শাহ-র নিরাপত্তায় এবার এএসএল ব্যবস্থা

Sep 28, 2018, 17:30 PM IST
1/6

s 6

s 6

নিরাপত্তা ব্যবস্থা আরও একধাপ কড়া হচ্ছে অমিত শাহর। বর্তমানে বিজেপি সভাপতি পেয়ে থাকেন জেড প্লাস নিরাপত্তা। এর সঙ্গে যোগ হচ্ছে অ্যাডভান্স সিকিউরিটি লিঞাজঁ ব্যবস্থা। আইবি-র সুপারিশেই এএসএল সিকিউরিটি দেওয়া হচ্ছে বিজেপি সভাপতিকে।

2/6

S 5

S 5

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এক আধিকারিক সংবাদমাধ্যমে জানিয়েছেন, অমিত শাহ যেখানেই যাবেন সেখানেই আগেভাগে চলে যাবে ওই এএসএল টিম।

3/6

S 4

S 4

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এই এএসএল নিরাপত্তা পেয়ে থাকেন। দেশের এইসব ভিভিআইপিদের যে কোনও প্রোগ্রামের ২ সপ্তাহ আগেই সেখানে চলে যান এএসএল টিমের সদস্যরা।

4/6

S 3

S 3

বর্তমানে অমিত শাহের নিরাপত্তার দায়িত্বে রয়েছে সিআরপিএফ। এছাড়া তাঁকে ঘিরে থাক ৩০ জনের একটি কামান্ডো টিম। থাকে রাজ্য পুলিসের নিরাপত্তা।

5/6

S 2

S 2

দেশের বিশিষ্ট ব্যক্তিদের নিরাপত্তায় এসপিজি, জেড প্লাস, জেড, ওয়াই ও এক্স ক্যাটিগেরি নিরাপত্তা দেওয়া হয়। এক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ঠিক করে কাকে কোন পর্যায়ের নিরাপত্তা দেওয়া হবে। অমিত শাহের ক্ষেত্রে কেন্দ্রীয় আইবি অতিরিক্ত এএসএল নিরাপত্তার ব্যবস্থা করছে।

6/6

s 1

s 1

গত বছর গুজরাট বিধানসভা নির্বাচনের আগে অমিত শাহকে এএসএল নিরাপত্তার আওতায় আনা হয়।