২০০-র বেশি আসন নিয়ে ক্ষমতায় আসছি, শহরে পা দিয়েই ঘোষণা বিজেপির IT সেল প্রধানের

Nov 16, 2020, 19:29 PM IST
1/5

বিহার বিধানসভা নির্বাচন শেষে এবার বাংলার ওপরেই সব নজর বিজেপির। একুশের নির্বাচনের প্রস্তুতি নিয়ে মঙ্গলবার কলকাতায় বৈঠকে বসছেন রাজ্য-সহ সর্বভারতীয় বিজেপি নেতার। ওই বৈঠকে যোগ দিতে কলকাতায় এলেন বিজেপির আইটি সেল প্রধান অমিত মালব্য।

2/5

অমিত মালব্য বাংলায় বিজেপির অবজার্ভারও। সোমবার তাঁকে বিমানবন্দরে স্বাগত জানান জয়প্রকাশ মজুমদার সহ বিজেপি মহিলা সেলের কর্মীরা।

3/5

এদিন, বিমানবন্দরে অমিত মালব্য বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা থেকে চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে। বাংলার মানুষ তা ঠিক করে ফেলেছে।

4/5

মালব্য আরও বলেন, একুশের বিধানসভা নির্বাচনে রাজ্যে ২০০ বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে বিজেপি।  

5/5

উল্লেখ্য, একুশের নির্বাচনের কথা মাথায় রেখে মঙ্গলবার বিজেপির যে বৈঠক হচ্ছে সেখানে উপস্থিত থাকবেন কৈলাশ বিজয়বর্গীয়, অরবিন্দ মেনন, শিবপ্রকাশ-সহ রাজ্যের নেতারা। রাজ্যে কোন কোন বুথে কমিটি হয়নি, তা নিয়েও বৈঠকে কথা হবে। এখানেই শেষ নয়, রাজ্য বিজেপির মিডিয়া এবং আই সেলেও বেশ কিছু বদল হওয়ার সম্ভাবনা রয়েছে। মুকুল রায় , দিলীপ ঘোষের একসঙ্গে কাজের উপর জোর দেওয়া হবে। Grateful for this warm and rapturous welcome on my first visit to West Bengal after being appointed the co-incharge. I am sure together we will re-establish the glory of WB. It can happen only if Pishi’s government steeped in corruption, appeasement and lawlessness is routed... pic.twitter.com/gTKiw6P2Em — Amit Malviya (@amitmalviya) November 16, 2020