ভারতীয় ক্রিকেটের নবজাগরণ হয়েছিল যাঁর হাত ধরে, আজ তাঁর জন্মদিন

Aug 08, 2018, 19:50 PM IST
1/8

1

1

তাঁর ডাবল সেঞ্চুরির সৌজন্যেই শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথমবার জয় পায় ভারত। এদেশের ক্রিকেটের নবজাগরণ হয় যেন তার পর থেকেই।

2/8

2

2

প্রাক্তন ক্রিকেটার বিজয় মার্চেন্ট বলেছিলেন, ভারতীয় ক্রিকেটে রেনেসাঁ ম্যান হলেন দিলীপ সরদেশাই।

3/8

3

3

১৯৬১-তে ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক হয়েছিল তাঁর। 

4/8

4

4

গোয়া থেকে ভারতীয় টেস্ট দলে খেলা প্রথম ক্রিকেটার দিলীপ সরদেশাই। তাঁর ছেলে স্বনামধন্য সাংবাদিক রাজদীপ সরদেশাই।

5/8

5

5

১৯৭১-এ প্রথমবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয় পায় ভারত। সেই দলে দিলীপ ছিলেন। 

6/8

6

6

ওই সিরিজে একমাত্র ডাবল সেঞ্চুরি করেছিলেন তিনি। 

7/8

7

7

একই বছর ভারত হারিয়েছিল শক্তিশালী ইংল্যান্ডকে। সেই সিরিজেও সেঞ্চুরি করেছিলেন দিলীপ। 

8/8

8

8

দেশ ও মুম্বইয়ের হয়ে মোট ১০, ২৩০ রান করেছিলেন তিনি।