বিয়ের রেজিস্ট্রি সারলেন বিপাশা বসুর বোন বিজয়েতা

Feb 27, 2019, 14:11 PM IST
1/8

দীর্ঘদিনের বন্ধু করণ তলরেজার সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অভিনেত্রী বিপাশা বসুর বোন বিজয়েতা বসু।

2/8

গত ১৭ ফেব্রুয়ারি বোন বিজয়েতার বিয়ে উপলক্ষ্যে ব্যাচেলরেট পার্টি দিয়েছিলেন বিপাশা। সেখানে বিপাশা, বিজয়েতা সহ অন্যান্যদের গোলাপি পাজামায় দেখা যায়।

3/8

দীর্ঘদিনের প্রেমিক করণ তলরেজার সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন বিপাশা বসুর বোন বিজয়েতা। 

4/8

বিজয়েতা বসুর বিয়ে উপলক্ষ্যে বিপাশার বাড়িতে রাখা হয় বিশেষ পুজোর অনুষ্ঠান। সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে বোনের বিয়ের কথা জানিয়েছিলেন বিপাশা। 

5/8

গোলাপি শাড়ি পরে পুজোতে বসেন বিজয়েতা। সেখানে দেখা যায় বিপাশা বসুর বাবা হীরক বসু ও মা মমতা বসুকে। 

6/8

বিজয়েতা বসু ও করণ তলরেজার বিয়ের রেজিস্ট্রেশনও হয় ওইদিন।

7/8

এই ছবি পোস্ট করে বিপাশা ক্যাপশনে লেখেন আমার ছোট্ট বোনটা জীবনের নতুন ধাপে পা রাখতে চলেছে। হ্যাজট্যাগে বিপাশা নান্দীমুখ, পুজো, পাপ্পিলাভ, পাপ্পি ওয়েডিং রাখেন।

8/8

বিজয়েতা বসু ও করণ তলরেজা রেজিস্ট্রির অনুষ্ঠানে হাজির ছিলেন বিপাশার স্বামী করণ সিং গ্রোভারও।