Bihar Election 2020: কোভিড পরিস্থিতিতে কীভাবে চলছে ভোট গ্রহণ? জেনে নিন বিশদে

Oct 28, 2020, 10:45 AM IST
1/13

নিজস্ব প্রতিবেদন: Bihar Election 2020: নিউ নর্মালে শুরু বিহার বিধানসভা নির্বাচন। ৭১টি আসনে নীতিশ কুমার মন্ত্রিসভার ৮ সদস্যের ভোট নির্বাচন। লড়ছেন প্রায় ১,০৬৬জন প্রার্থী।

2/13

Bihar Election 2020:  করোনা সতর্কতা হিসেবে নির্বাচন কমিশনের গাইডলাইন মেনেই সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে। সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ।

3/13

Bihar Election 2020: প্রতিটি বুথে ভোটার সংখ্যা সীমিত রাখা হয়েছে ১০০০-১৬০০ মধ্যে। নিয়ম অনুসারে ইভিএম স্যানিটাইজ করা হচ্ছে।

4/13

Bihar Election 2020: প্রতিটি বুথে থার্মাল স্ক্যানার, হ্যান্ড স্যানিটাইজার, সাবানের ব্যবস্থা রয়েছে। বুধবার ভোটার সংখ্যা প্রায় ২.১৪ কোটি। তাঁদের মধ্যে ১.০১ কোটি মহিলা।

5/13

Bihar Election 2020: প্রথম দফায় ১,০৬৬ প্রার্থীর মধ্যে রয়েছেন ৯৫২ পুরুষ ও ১১৪ মহিলা প্রার্থী।

6/13

Bihar Election 2020: করোনা সংক্রমিত এবং বয়স আশী বছরের বেশি হলে পোস্টাল ব্যালটের ব্যবস্থাও থাকছে।  

7/13

Bihar Election 2020: নির্বাচন কমিশনের নির্দেশ ভোটকর্মী ও ভোটারদের জন্য মাস্ক বাধ্যতামূলক, সব ভোটারকে দেওয়া হবে গ্লাভসও।

8/13

Bihar Election 2020: বিজেপিকে সুবিধা করে দিতেই জোট ছেড়ে জেডিইউয়ের বিরুদ্ধে প্রার্থী এলজেপি-র? ষাট আসনে সংখ্যালঘু, পঞ্চাশ আসনে যাদব, চল্লিশ আসনে দলিত ভোট বড় ফ্যাক্টর। 

9/13

Bihar Election 2020: কোভিডে কেন্দ্র ও রাজ্য সরকারের পদক্ষেপের ওপর কি কার্যত গণভোট? ঘরে ফেরা প্রায় আড়াই লক্ষ পরিযায়ী শ্রমিকের ভোট কোন দিকে? সুশান্ত সিং রাজপুত মৃত্যু রহস্যেই বা কী ভাবছেন ভোটাররা? বিধানসভা নির্বাচন কি কৃষি আইনের ওপরও গণভোট? হাথরস কাণ্ডে দলিত জনমানসে কী প্রভাব? উত্তরে দেবে বিহার।    

10/13

শরীরের তাপমাত্রা মাপা হচ্ছে। 

11/13

দুরত্ববিধি মেনে দাঁড়িয়ে ভোটাররা। 

12/13

13/13